শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

অশ্রু ঝরিয়ে দোয়ার মাধ্যমে হজ কবুল করাতে হয়: ইবনে শাইখুল হাদিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) ও হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, হজ নিছক আনুষ্ঠানিকতার নাম নয়। সৌদি আরবে এলেই হজ কবুল হয়ে যায় না। হজ কবুল করাতে হয় কান্নাকাটির মাধ্যমে, অশ্রু ঝরিয়ে, কাকুতি-মিনতির মাধ্যমে। 

বুধবার (৪ জুন) মিনার ময়দানে অবস্থানকালে নিজ তাঁবুতে হাজিদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবার মাওলানা মামুনুল হকসহ শীর্ষ আলেমদের অনেকেই হজ পালন করছেন।

মাওলানা মামুনুল হক বলেন, অনেকেই মনে করেন সৌদি আরবে এসে হজ করলেই তা কবুল হয়ে যায়। কিন্তু বিষয়টি আসলে এমন নয়। আল্লাহর দরবারে হজ কবুল করাতে হয় কাকুতি-মিনতির মাধ্যমে, অশ্রু ঝরিয়ে, দোয়া করে।

হজযাত্রীদের করণীয় সম্পর্কে তিনি বলেন, এখানে এসে আল্লাহর দরবারে বলতে হয়— হে আল্লাহ! এখানে আসার কোনো সামর্থ্য আমার ছিল না। তুমি তোমার দয়ায় আমাকে এনেছো। আমার হজ কবুল করে নাও। এমন কোনো কাজ যেন আমি না করি, যার দ্বারা তুমি অসন্তুষ্ট হও।

তিনি কঙ্কর নিক্ষেপ প্রসঙ্গে বলেন, মিনার আশপাশ থেকে কঙ্কর নেওয়া নিষেধ। কঙ্কর সংগ্রহ করতে হবে মুজদালিফার মাঠ থেকে। কারণ, মিনায় যেসব কঙ্কর পড়ে থাকে সেগুলো সেই হাজিদের কঙ্কর, যাদের হজ কবুল হয়নি। আর যাদের হজ কবুল হয়, তাদের কঙ্কর ফেরেশতারা নিয়ে যান। তাই কঙ্করও দুই রকম কবুলকৃত ও অগ্রহণযোগ্য।

মাওলানা মামুনুল হক বলেন, হাজিদের দুটি দল হয়— এক দল যাদের হজ কবুল হয়, আরেক দল যাদের হয় না। তাই হজে এসে আত্মতৃপ্তিতে ভোগা যাবে না। বরং কান্নাকাটি করে, হৃদয় নিংড়ানো দোয়ার মাধ্যমে হজ কবুলের জন্য আকুতি জানাতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ