শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের, ‘উসমান হাদির হত্যা মামলায় সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়’ আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন

মিডিয়ার শুভকাজ ও শয়তানি সম্পর্কে সচেতন হোন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মাওলানা শরীফ মুহাম্মদ ||

বেশির ভাগ মিডিয়ায় জুলাই আসে নাই। তারা আগের ১৫ বছরেই আটকে আছে। ট্রিটমেন্টের ধরন, শিরোনাম, কলাম, অতি মনোযোগ কিংবা এড়িয়ে যাওয়ার নানান প্রক্রিয়া দেখলে এটা সহজেই ধরতে পারার কথা। এর কারণ অনেক। মিডিয়ার মালিক, সম্পাদকীয় ব্যক্তিবর্গ, কর্মীবাহিনীর নানারকম স্বার্থ ও পক্ষপাত গভীরভাবে যুক্ত।

ব্যবসা-স্বার্থ, পুরনো বাম-প্রেম, বিন্দুত্ববাদ-কানেকশন, মতাদর্শিক অন্ধত্ব অন্ধকার একটা জায়গায় তাদেরকে আটকে রেখেছে।

এই অন্ধকার গহ্বর থেকে মিডিয়াকে বের করতে না পারলে ফ্যাসিবাদী ও হিন্দুত্ববাদী কোনো শক্তিকে বেশিদিন দূরে রাখা যাবে না। মিডিয়া হচ্ছে প্রতিদিনের গণ-পাঠশালা। কোটি মানুষের মগজে মুগ্ধতা কিংবা ঘৃণা তৈরির কাজটা বিরতিহীনভাবে সহজেই করে যেতে থাকে; কেউ তাদের অপরাধটাকে ক্রাইম হিসেবে দেখতে চায় না বলে। উল্টো বাকস্বাধীনতার একটি বর্মও তাদের গায়ে লাগানো থাকে। এতেই নতুন-পুরনো বহু রাজনীতির খেলোয়াড় বোকা হয়ে যায়। কিন্তু দিনশেষে ধরাটা এখানেই খায়। 

মিডিয়ার অপরাধকে অপরাধ হিসেবে দেখতে শিখুন। মিডিয়ার শুভকাজ ও শয়তানি সম্পর্কে সচেতন হোন, সতর্ক হোন, প্রশ্নশীল হোন। দুনিয়ার সবচেয়ে বড় আবর্জনাকেও মধু হিসেবে, হিরো হিসেবে আবার দাঁড় করানোর ক্ষমতা রাখে শুধুমাত্র মিডিয়া। পলাতক শক্তিকে ফিরে আসার দরজাটা তারাই তৈরি করে দেয়। অনুকূল সময়ে আপনার পেছনে দৃশ্যমান লেজ-নাড়ানো দেখে ভাববেন না, কুকুরটা সাধু হয়ে গেছে। আপনার কিংবা আপনাদের জন্য প্রকাশ্যে সে লেজটাই নাড়াবে, কিন্তু আড়ালে দাঁত রেডি রাখবে। সুযোগ পেলেই কামড় বসাবে এবং কামড়ের উপরেই আপনাদের রাখবে। একশ্রেণির প্রভাবশালী মিডিয়ার লেজ দেখবেন না দাঁত দেখবেন, আপনাদেরই ঠিক করতে হবে।

লেখক: আলেম লেখক-সাংবাদিক ও গণমাধ্যম বিশ্লেষক

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ