শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১১ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের, ‘উসমান হাদির হত্যা মামলায় সরকারের ব্যর্থতা গ্রহণযোগ্য নয়’ আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন

ইসলামি তারুণ্যের অপেক্ষায় এই পৃথিবী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাইমুম সাদী

ইসলামি অঙ্গনের তরুণদের মধ্য থেকে অগণিত দলের উদ্ভব হওয়া উচিত, যারা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করবে। বিভিন্ন ইস্যুতে কথা বলবে। এই সময়ের তারুণ্যের বক্তব্যের প্রতিনিধিত্ব করবে৷ এবং অবশ্যই তারা কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি করবে না, এরকম দল হবে৷

এসব দল ইসলামি দলগুলোর নেতৃবৃন্দকে নিজেদের মধ্যে আন্তঃসংলাপ করতে বিরোধ দূর করতে চেষ্টা করবে। এক টেবিলে বসে কথা বলতে বাধ্য করবে। দরোজা জানালা বন্ধ করে নিজেদের মধ্যে কথা বলতে বাধ্য করবে।

এই বাধ্য করা মানে আন্তরিকতা ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে বাধ্য করা।  হাতে পায়ে ধরে বাধ্য করা।

ইসলামি দলগুলো সেক্রিফাইজ ও কোরবানির ক্ষেত্রে সকলের আগে থাকে, কিন্তু ক্ষমতা গ্রহণের সময় হেরে যায় কেন সেটা গবেষণা করে বের করবে যুবকদের এই দলগুলো। আমাদের ইয়াং জেনারেশনের সাথে কথা বলবে, জরিপ চালিয়ে তাদের চিন্তাধারা কালেক্ট করবে।

আমাদের ইসলামি দলগুলোর সাংগঠনিক ক্যাডার কিংবা নন ক্যাডার সিস্টেমের যে সাংগঠনিক কাঠামো গড়ে উঠেছে তা অনেক পুরোনো এবং এই যুগে কিছু ক্ষেত্রে অচলই বলা যায়৷ শক্ত ক্যাডার সিস্টেম থাকার কারণে সাধারণ জনগণের অংশগ্রহণ ক্ষেত্র বিশেষে কঠিন হয়ে যায়৷

আবার কারও কারও কোনো সিস্টেম না থাকার কারণে অস্তিত্বই হারিয়ে ফেলে কেউ কেউ।

অতি শক্ত ও অতি নরম, এ দুয়ের মাঝামাঝি অগণিত দলের প্রয়োজন। সংগঠনের প্রয়োজন।  আন্দোলনের প্রয়োজন। নতুন বাংলাদেশে ইসলামি তারুণ্য নতুন ধাঁচের রাজনৈতিক দল চায়৷ ইসলামি তারুণ্যের জন্য অপেক্ষা করছে এই পৃথিবী...।

লেখক: কথাসাহিত্যিক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ