শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

ইউনূসকে নিয়ে ইসলামপন্থীদের এতো কান্নাকাটির দরকার কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| ডা. মেহেদী হাসান ||


জুলাই গণঅভ্যুত্থানের পর ইসলামপন্থীরা কথা বলার, কাজ করার সুযোগ পেয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে এটার জন্য শুকরিয়া আদায় করি। কিন্তু, ৯মাসে ইন্টেরিমের কর্মকাণ্ডে ইসলামপন্থীরা কোনভাবে বেনিফিটেড হইছে? না।

সব সংস্কার কমিশনে বাম ও সেকুলারদের আধিপত্য। সংস্কারের নামে যা হচ্ছে সেটা ইসলামপন্থীদেরকে গর্তে ফেলারই আয়োজন। 

অলরেডি রাখাল রাহারা আল্লাহ ও নবীকে গালি দেবার অধিকার পেয়েছে, তাদের বিচারের ধারা বাতিল হয়েছে। নারী কমিশনসহ আরো কিছু কমিশনে এলজি তথা পশ্চিমা অপসংস্কৃতি ঢুকছে। এনসিটিবি নিয়ে রাখাল রাহাদের দৌরাত্ম নিয়েও আন্দোলন করতে হয়েছে।
এনজিওগ্রাম সরকার পশ্চিমা এনজিও কার্যক্রমকে বেগবান হতে দিয়েছে যারা আল্টিমেটলি ইসলামের বিপক্ষে কাজ করছে। 
অ্যান্ড দ্যা লিস্ট গোজ অন।  

এখন, ড. ইউনূস তো এমনিতেও আর বেশিদিন থাকতে পারবেন না। নির্বাচনে মিরাকল কিছু না হলে বিএনপিই ক্ষমতায় আসবে। বিএনপির আমলে আমরা খুব শান্তিতে থাকবো, সেটাও আশা করছি না যদিও। 

তো, এতো কান্নাকাটির কী আছে? সেনাশাসনের ভয়? সেটা হবার চান্স খুবই কম। আর সেটা হলেও ইসলামপন্থীদের চেয়ে বাকিদের স্টেইক বেশি। 

বাস্তবতা হলো, সেকুলার শাসন ব্যবস্থায় ক্ষমতায় যেই আসুক, ইসলাম আসবে না। মুসলমানদের মুক্তির একমাত্র পথ হচ্ছে কুরআনের শাসন তথা শারিয়া প্রতিষ্ঠা করা। সেটা যতদিন না আসবে, ততদিন আমাদের স্ট্রাগল চলতে থাকবে। আল্লাহ পাক এ ভূখণ্ডে শারিয়া কায়েমের যোগ্য কাফেলা এবং যোগ্য নেতৃত্ব তৈরি করের দিন এবং আমাদের সে কাফেলার কর্মী হবার তৌফিক দিন। আমিন। 

লেখক: চিকিৎসক ও অনলাইন অ্যাকটিভিস্ট

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ