শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫ ।। ৪ আশ্বিন ১৪৩২ ।। ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
শিশু-কিশোর সংগঠন 'অংকুর' এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চাই - খুলনা ইসলামী আন্দোলন  কাতারের মধ্যস্থতায় আফগানিস্তানে কারাবন্দি ব্রিটিশ দম্পতির মুক্তি মাদকের বিরুদ্ধে মুরাদনগরে ওলামা পরিষদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ পাকিস্তানে পৃথক বিস্ফোরণে নিহত অন্তত ১১ ইসলামি বইমেলা পরিদর্শনে জাতীয় মসজিদের খতিব প্রাথমিকে গানের নয়, ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে: শায়খে চরমোনাই পীর সাহেব চরমোনাইয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ‘মিট আপ’ আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি আবারও নিয়ন্ত্রণে নিতে চায় যুক্তরাষ্ট্র কেন্দ্রীয় নির্বাহী সদস্যের মায়ের ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্তৃপক্ষকে সমস্যার গোড়ায় যাওয়ার অনুরোধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতী মুঈনুল ইসলাম ||

হিজড়াদের জন্য রাষ্ট্রীয়ভাবে পুনর্বাসনের ব্যবস্থা করা হোক। এদের জন্য নিরাপদ পরিবেশে ধর্মীয় ও কারিগরি শিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের  আয়োজন করা হোক। এতে অনেক কিছুর সমাধান হয়ে যাবে। 

নির্যাতিত ও পথহারা এবং বিপথগামী তরুণীদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় শিক্ষা, সংসার ও কর্মসংস্থানের নিরাপদ ব্যবস্থা করা হোক। এঁরা অনেক নন। এঁদের সমস্যার সমাধান হলে এঁরা মাঠে নামবেন না। একজন মানব সন্তান চাই তিনি নারী হন কিংবা পুরুষ, সহজে বিপথগামী হতে চান না। এটাই বাস্তবতা। ‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি।’এই প্রসিদ্ধ উক্তিটি সবারই জানা আছে। 

এদেশের শক্তিশালী জনশক্তি পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরামও সাংগঠনিকভাবে এবং শরীআহসম্মত পদ্ধতিতে এই উদ্যোগ গ্রহণ করতে পারেন, ইনশাআল্লাহ। সীমাহীন শ্রদ্ধা, ইকরাম, বিনয় ও আবেগের সাথে ওয়ারাসাতুল আম্বিয়া এবং প্রকৃত দেশপ্রেমিক উলামা হযরতকে, এই বিনীত অনুরোধ করছি। 

আমরা আপনাদের কাছেই শিখেছি যে, অফিসিয়াল ও রাজপথের কর্মকাণ্ডের চাইতে বাস্তবমুখী কর্মকাণ্ডে সময়, মেধা ও শ্রম ব্যয় করলে সমস্যার দ্রুত সমাধান হয়ে যায়, ইনশাআল্লাহ। তাছাড়া এতে সচেতনতা, মহানুভবতা, উদারতা, প্রকৃত জনদরদ ও মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হবে, যা প্রকৃত অর্থে অন্যান্যদের তুলনায় সহীহ ইলমে নববী থাকার দরুণ, আপনাদের কাছে তুলনামূলক বেশি আছে বলে এদেশের সংখ্যাগরিষ্ঠ, সচেতন, দীনদার, দেশপ্রেমিক ও শিক্ষিত জনগণ মনে করেন। উপরন্তু এতে বাস্তব রূপ পাবে ইসলামিক সভ্যতা ও তাহযীব-তামাদ্দুন। শুভকামনা অবিরাম হে মাতৃভূমি বাংলাদেশ।

লেখক: প্রিন্সিপাল ও রেক্টর, জামিয়া ইসলামিয়া ঢাকা; বহু গ্রন্থপ্রণেতা

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ