ইসলামী ঐক্য আন্দোলনের ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আজ শুক্রবার (২৮ নভেম্বর) র্যালি পরবর্তী সমাবেশ ও আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশের রাজনীতিতে একটি ব্যতিক্রমী সংগঠন। এই সংগঠন বিশ্বাস করে মানব রচিত প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থায় ইসলামী হুকুমত প্রতিষ্ঠা সম্ভব নয়। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কাজ যেহেতু ফরয ইবাদত, সেহেতু এই ফরয কাজ অবশ্যই কুরআন ও সুন্নাহ অনুমোদিত পন্থা-পদ্ধতি ও প্রক্রিয়ায় হতে হবে। ইসলাম আল্লাহর সার্বভৌমত্ব ও রাসূলের নেতৃত্ব প্রতিষ্ঠায় অঙ্গীকার।
কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় এখানে জনগণের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কথা বলা হয়। এখানে কুরআন ও সুন্নাহ প্রতিষ্ঠিত করার সকল পথ ও প্রক্রিয়া বন্ধ। মানুষের তৈরি এই আইনের ফাঁকফোকর দিয়ে আল্লাহকেই অস্বীকার করা হয়। দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠার একমাত্র ব্যবস্থা মহান রাব্বুল আলামীনের পক্ষ থেকে ইসলাম। ইসলামী হুকুমাত ও রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হলে অবশ্যই আল্লাহর বলা এবং রাসূলের দেখানো পথেই সকলের হতে হবে। তবেই তা হবে ইবাদত। দীর্ঘদিন যাবত ইসলামী ঐক্য আন্দোলন এই জমিনে এই বিপ্লবের কথা বলে আসছে।
আলহামদুলিল্লাহ, আজ অনেকেই এই গণবিপ্লবের কথা বলছেন। ইনশাআল্লাহ, আগামীতে ইসলামী গণবিপ্লবের মাধ্যমেই এই জমিনে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত হবে। আজ শুক্রবার বাদ জুমা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে র্যালি ও পুরানা পল্টন লাইনস্থ পল্টন টাওয়ারের ৪র্থ তলায় ইআরএফ হলে আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, আন্দোলনের আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া। সভাপতিত্ব করেন আন্দোলনের ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মোস্তফা বশীরুল হাসান। বক্তব্য রাখেন কেন্দ্রীয়, মহানগরী ও বিভিন্ন জেলা শাখার নেতৃবৃন্দ।
বিশেষ করে কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মোস্তফা তারেকুল হাসান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা মহিব্বুল্লাহ নাসির, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমাদ, কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, ঝিনাইদহ জেলা শাখার আমীর আব্দুল বারী মিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক আবু মুসা মোহাম্মদ আরেফ বিল্লাহ, ঢাকা উত্তরের আমীর মাওলানা মুহিব্বুল্লাহ ভূঁঞা, দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক, উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম রোকন বক্তব্য রাখেন।
এলএইস/