ধর্মীয় বিষয়ে পর্যাপ্ত জ্ঞান না থাকা ব্যক্তিদের শরিয়তসংক্রান্ত ব্যাখ্যা ও মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।
শুক্রবার (২৮ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে অনুষ্ঠিত ২৪তম আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
উপদেষ্টা বলেন, ‘যারা ধর্ম বিষয়ে সুস্পষ্ট জ্ঞান রাখেন না, তাদের উচিত নয় শরিয়তের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা। এতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে এবং ভুল ব্যাখ্যার মাধ্যমে ধর্মের মর্যাদা ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা থাকে।’
তিনি আরও জানান, আইন নিজের হাতে তুলে নেওয়া কখনোই সমাধান নয়। কোনো ব্যক্তি অপরাধ করলে তার বিচার করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আদালত রয়েছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।
এসময় আসন্ন নির্বাচন কেন্দ্র করে বিশৃঙ্খলা বা বাধা সৃষ্টি করতে পারে—এমন যে কোনো কাজ থেকে বিরত থাকারও তাগিদ দেন তিনি।
এলএইস/