শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

জাকির নায়েকের বাংলাদেশ সফর ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি নভেম্বর মাসের শেষ দিকে ঢাকায় আসতে পারেন বিশিষ্ট ইসলামি বক্তা ডা. জাকির নায়েক। ২৮ ও ২৯ নভেম্বর একটি দাতব্য অনুষ্ঠানে অংশ নিতে তার বাংলাদেশ সফরের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। তবে বিষয়টি নিয়ে ইতোমধ্যে ভারত উদ্বেগ প্রকাশ করেছে এবং বাংলাদেশ সরকারকে ‘উপযুক্ত ব্যবস্থা’ নেওয়ার বার্তাও দিয়েছে।

জাকির নায়েকের সম্ভাব্য সফর নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, বিষয়টি তার মন্ত্রণালয়ের আওতায় পড়ে না।

রোববার (২ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে ধর্ম উপদেষ্টা বলেন, জাকির সাহেবকে যারা আনতে চাচ্ছেন, তাদের একটি দল আমার সঙ্গে দেখা করেছিলেন। আমি তাদের বলেছি, এটা আমার ব্যাপার নয়। এটি পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। বিদেশি কোনো অতিথি দেশে এলে তাদের সিদ্ধান্তেই অনুমতি দেওয়া হয়।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, আমার সম্মতি বা অসম্মতি বড় কথা নয়। কোনো মেহমান বাংলাদেশে আসবেন কি না, তা দেখভাল করবেন স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা যদি অনুমতি দেন, তাহলে তিনি আসবেন।

ভারত ড. জাকির নায়েককে ‘ওয়ান্টেড আসামি’ হিসেবে ঘোষণা করেছে। জাকির নায়েক ঢাকায় এলে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার প্রত্যাশা প্রকাশ করেছে নয়াদিল্লি। ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, বাংলাদেশের প্রতি এ সংক্রান্ত বার্তা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে পাঠিয়েছে। সব মিলিয়ে, ডা. জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফর এখন দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ