শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৬ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তরুণ আলেমদের গোলটেবিল বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশে ফ্যাসিবাদী রাজনৈতিক কাঠামো অপসারণ ও গণতান্ত্রিক সংস্কার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে গোলটেবিল বৈঠক। শনিবার (১ নভেম্বর) পল্টনের বিএমএ ভবনে  শহীদ শামসুল আলম সভাকক্ষে ‘জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা নিয়ে তরুণ আলেমদের ভাবনা’ শীর্ষক এই আলোচনার আয়োজন করে ন্যাশনাল ওলামা এলায়েন্স (এনইউএ)। বৈঠকে অংশ নেন বিশিষ্ট আলেম, গবেষক, লেখক ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি।

আলোচনায় অংশ নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার, ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিম আবরার, সাধারণ আলেম সমাজের সভাপতি মাওলানা রিদওয়ান হাসান, তরুণ আলেম প্রজন্মের সভাপতি মাওলানা মাবরুরুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের দাওয়াহ সম্পাদক মাওলানা ফজলুল করিম মারুফ ও মুফতি মাওলানা ইফতেখার জামিলসহ অনেকে।

বক্তারা বলেন, জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি সুস্পষ্ট করা এখন সরকারের প্রধান দায়িত্ব। এ প্রেক্ষিতে ন্যাশনাল ওলামা এলায়েন্স প্রস্তাব করেছে—প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নির্দেশে সনদের ওপর আনুষ্ঠানিক আদেশ জারি করে তার ভিত্তিতে গণভোট আয়োজন করা যেতে পারে। এই গণভোটের মাধ্যমেই সনদের সাংবিধানিক বৈধতা প্রতিষ্ঠা পাবে এবং জনগণের সরাসরি অংশগ্রহণের মাধ্যমে বাস্তবায়নের একটি শক্ত ভিত্তি গড়ে উঠবে।

তরুণ আলেম সমাজের মতে, নোট অব ডিসেন্ট বা মতভিন্নতা কোনো অস্থিতিশীলতার প্রতীক নয়; বরং গণভোটের মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলেই গণতান্ত্রিক পথ সুদৃঢ় হবে।
বক্তারা আশা প্রকাশ করেন, সরকার ও জনগণের যৌথ উদ্যোগে জুলাই সনদের আইনি ও সাংবিধানিক বৈধতা নিশ্চিত করা সম্ভব হবে। গণভোটের মাধ্যমে এর বাস্তবায়ন সম্পন্ন হলে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন দিগন্তের সূচনা করবে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ