বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫ ।। ১০ পৌষ ১৪৩২ ।। ৫ রজব ১৪৪৭

শিরোনাম :
ইসলামপন্থীদের ‘একবাক্স নীতি’ কি মুখ থুবড়ে পড়ছে? শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা আবারও বাংলাদেশি সন্দেহে ভারতে মুসলিম যুবককে পিটিয়ে হত্যা তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক সংগ্রামের এক গুরুত্বপূর্ণ অর্জন: হাসনাত ঢাকায় মহাসমাবেশের ঘোষণা ইসলামী আন্দোলনের এভারকেয়ার থেকে গুলশানের বাসার উদ্দেশে তারেক রহমান সাহিত্য সভায় বিশেষ সম্মাননা পেলেন কবি ও লেখক মোহাম্মদ কুতুবউদ্দিন মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো: তারেক রহমান ১ জানুয়ারি শুরু হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা তারেক রহমানের প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে যা বললেন পীর সাহেব চরমোনাই

আর কোনো দায়িত্ব নেব না, এটাই শেষ: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, তিনি জীবনের শেষ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। আগামীতে যে সরকারই গঠিত হোক, কেউ সম্মান দিয়ে মন্ত্রিত্বের প্রস্তাব দিলেও তা গ্রহণ করবেন না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি।

শনিবার (২৫ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন ধর্ম উপদেষ্টা।

ড. খালিদ হোসেন বলেন, ‘এটিই আমার শেষ দায়িত্ব। নির্বাচন শেষ হলে উপদেষ্টারা তাদের নিজ নিজ পেশায় ফিরে যাবেন। আমিও আমার কাজে ফিরে যাব। কেউ আমাকে মন্ত্রিত্ব দিতে চাইলেও আমি নেব না।’

ধর্ম উপদেষ্টা বলেন, ‘আমি বায়তুল মোকাররমে ইবাদত করি এবং ঢাকেশ্বরী মন্দিরে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করি। আমি সব ধর্মের মানুষের জন্য কাজ করি। কেউ কেউ ভিন্ন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিয়ে সন্দেহ ছড়াতে চায়, কিন্তু আমি বিশ্বাস করি—বাংলাদেশ এখন সহনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।’

অন্তর্বর্তী সরকারে দায়িত্ব পালনকালে কোনো ধরনের দুর্নীতিতে জড়িত হননি জানিয়ে তিনি বলেছেন, হজ যাত্রীদের ৮ কোটি টাকা ফেরত দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৩ জুলাই এক সংবাদ সম্মেলনে খালিদ হোসেন জানিয়েছিলেন, সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া ৪ হাজার ৯৭৮ জন হাজীকে মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

এলএইস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ