শিশুদের টাইফয়েড জ্বরজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে দেশে মাসব্যাপী ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’ শুরু করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)-এর ব্যবস্থাপনায় গত ১২ অক্টোবর এই ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
১৯ অক্টোবর ঢাকার মোহাম্মদপুর গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫’-এর ওপর একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। সেখানে প্রথমবারের মতো মাদ্রাসার শিশুদের টিকা দেওয়া হয়। এর আগে বিভিন্ন সময় টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে, তবে সেগুলো মূলত সাধারণ স্কুলগুলোতে বাস্তবায়িত হয়েছে।
গাউছিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি মুহাম্মদ এজহারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর।
এ ছাড়া উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক (যুগ্ম সচিব) এস এম তারিকুল ইসলাম, ন্যাশনাল এক্সপার্ট রিভিউ কমিটির সদস্য ও সহযোগী অধ্যাপক ডা. নাজমুল হক, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের পরিদর্শক ইমন আমির, ইউনিসেফ বাংলাদেশের হেলথ সেকশনের চিফ ডা. সলোমন, স্বাস্থ্য অধিদপ্তরের ইপিআই ও সার্ভিল্যান্স শাখার কর্মকর্তারা, ইউনিসেফ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও), বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন অংশীদার সংস্থার প্রতিনিধিরা।
এই কর্মসূচির আওতায় দেশের প্রতিটি জেলায় শিশুদের টাইফয়েড প্রতিরোধে টিকা প্রদান করা হবে। জনস্বাস্থ্যের উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তর আশা করছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের মধ্যে টাইফয়েড সংক্রমণজনিত রোগ ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে। পাশাপাশি দেশব্যাপী টিকাদান কর্মসূচি সম্পর্কে জনসচেতনতা আরও বৃদ্ধি পাবে।
এলএইস/