বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫ ।। ১৬ আশ্বিন ১৪৩২ ।। ১০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ভারতে ড. ইউনূসকে অসুররূপে উপস্থাপন অশোভন: ধর্ম উপদেষ্টা . বাংলাদেশ খেলাফত মজলিসের মিডিয়া সেলের বৈঠক  ড. ইউনুসের নেতৃত্বেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান  খুলনা-৩ আসনে হাতপাখার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী নেজামে ইসলাম পার্টির দাওয়াতি মাসের উদ্বোধন সিলেটে কওমি কনফারেন্স আগামীকাল আস-সুন্নাহর পুঁজিতে সেলুন ব্যবসায় সাবলম্বী হওয়া নওমুসলিম মুজাহিদের গল্প ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন ফরিদাবাদ মাদরাসায় ২০১৯ ব্যাচের ছাত্রদের মিলনমেলা ৪ অক্টোবর

ইসলামি রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে: আজিজুল হক ইসলামাবাদী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির যুগ্ম-মহাসচিব মাওলানা মুহাম্মদ আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, কুরআন ও সুন্নাহর আলোকে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে নিবেদিত এক বিপ্লবী কাফেলার নাম নেজামে ইসলাম পার্টি। আকাবির-আসলাফের হাতে গড়া ঐতিহ্যবাহী এ দলের ঈমানদীপ্ত রাষ্ট্র দর্শনে জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। সেই সাথে সব প্রতিকূলতা মোকাবিলা করে ইসলামী নেজাম প্রতিষ্ঠার লক্ষ্যে বিরামহীন সংগ্রাম চালিয়ে যেতে হবে।

হবিগঞ্জ জেলা নেজামে ইসলাম পার্টির কমিটি গঠনকল্পে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

বুধবার (১ অক্টোবর)  বিকাল ৩টায় মাওলানা ফখরুদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন পার্টির সহকারী মহাসচিব মাওলানা মুজ্জাম্মিল হক তালুকদার।

সভায় সর্বসম্মতিক্রমে শায়খুল হাদিস মাওলানা ফখরুদ্দিন আহমদকে সভাপতি ও মাওলানা আব্দুল্লাহ রাসেলকে সাধারণ সম্পাদক বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি হবিগঞ্জ জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত অন্যরা হলেন,নায়েবে আমীর মাওলানা ইউসুফ আলী, সহ-সাধারণ সম্পাদক মাওলানা কারী মুখলেসুর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা  মিসবাহুজ্জামান, দফতর সম্পাদক মাওলানা শেখ আবদুল আহাদ, নির্বাহী সদস্য মাওলানা শেখ কামরুল ইসলাম, মাওলানা বদরুল আলম, মাওলানা শামসুল ইসলাম, মাওলানা ফয়সাল খান, মাওলানা আবু বকর, মাওলানা জুনাইদ খান।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ