সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫ ।। ৭ আশ্বিন ১৪৩২ ।। ৩০ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :

শেখ হাসিনার মামলায় ৪৯ জনের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২০তম দিনে ৪৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামীকাল, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২২ সেপ্টেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন।

দুপুরে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ বাংলাদেশ) আহ্বায়ক আলী আহসান জুনায়েদকে জেরা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন। পরে ৪৯তম সাক্ষী হিসেবে শহীদ সৈকতের বোন সাবরিনা আফরোজ সেবন্তীর সাক্ষ্যগ্রহণ শেষে তাকে স্টেট ডিফেন্স আইনজীবী জেরা করেন। প্রসিকিউশন জানিয়েছে, এ মামলায় আর কোনো সাধারণ সাক্ষীর সাক্ষ্য নেওয়া হবে না।

এর আগে, ২১ সেপ্টেম্বর ৪৮ নম্বর সাক্ষী হিসেবে আলী আহসান জুনায়েদ জবানবন্দি দিয়েছেন। একই দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে দ্বিতীয় দিনের মতো জেরা করা হয়।

গত ১৮ সেপ্টেম্বর ৪৭ নম্বর সাক্ষী হিসেবে নাহিদ ইসলামের সাক্ষ্যগ্রহণ শেষে বিরতি দেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর ও ১, ২ ও ৪ সেপ্টেম্বরের মধ্যে আরও ছয়জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন, যাদের মধ্যে চিকিৎসক, সাংবাদিক ও প্রত্যক্ষদর্শী রয়েছেন।

সাক্ষীদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনে দেশে হত্যাযজ্ঞ চালানোর বীভৎস বর্ণনা উঠে এসেছে। শহীদ পরিবার ও প্রত্যক্ষদর্শীরা এ ঘটনায় দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

গত ১০ জুলাই ট্রাইব্যুনাল শেখ হাসিনা, কামাল ও মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। মামলায় মানবতাবিরোধী পাঁচটি অভিযোগ আনা হয়েছে। আনুষ্ঠানিক অভিযোগপত্র মোট ৮৭৪৭ পৃষ্ঠার, যার মধ্যে তথ্যসূত্র, দালিলিক প্রমাণাদি ও শহীদদের তালিকা অন্তর্ভুক্ত। সাক্ষী হিসেবে রয়েছেন ৮১ জন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ