রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫ ।। ৬ আশ্বিন ১৪৩২ ।। ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
চবির আরবি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. গিয়াস উদ্দিন তালুকদার ডেঙ্গুতে একদিনে ১২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৪০ সিরাতকে ধারণের মাধ্যমেই সত্যিকার পরিবর্তন সম্ভব: ধর্ম উপদেষ্টা সিরাতুন্নবী (সা.) সাধারণ জ্ঞান প্রতিযোগিতার লাইভ ড্র অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি নিয়ে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো: প্রেসসচিব আফগানিস্তানের এক ইঞ্চি মাটিও নিয়ে কোনো চুক্তি নয়: প্রতিরক্ষা কর্মকর্তা বক্তা আমির হামজার ক্ষমা প্রার্থনা, সতর্ক করল জামায়াত আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ ধর্মীয় অনুশাসনের শিথিলতা পরিবারব্যবস্থা সংকটাপন্ন করে তুলছে: শায়খ আহমাদুল্লাহ

আফগানের পানি ও বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের আলেম প্রতিনিধি দলের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের সিনিয়র মন্ত্রী, পানি ও বিদ্যুৎমন্ত্রী মৌলভী আব্দুল লতিফ মনসুরের সঙ্গে রোববার (২১ সেপ্টেম্বর) সাক্ষাৎ করেছেন দেশটিতে সফরে থাকা বাংলাদেশি আলেম প্রতিনিধি দলের সদস্যরা।

দেশের শীর্ষস্থানীয় আলেমদের একটি প্রতিনিধি দল আফগানিস্তান সফরে রয়েছেন। হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদের তত্ত্বাবধানে এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বে ছয় সদস্যের এই প্রতিনিধি দল বুধবার (১৭ সেপ্টেম্বর) কাবুলে পৌঁছেন।

সফরকালে প্রতিনিধি দলটি আফগান সরকারের একাধিক মন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা ও সিনিয়র ওলামায়ে কেরামের সঙ্গে বৈঠক করেন।

সেই ধারাবাহিকতায় আজকের জ্বালানি ও পানি মন্ত্রণালয়ের বৈঠকের আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, ধর্মীয় সংলাপ, বাণিজ্য, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মতো খাতগুলো অগ্রাধিকার পায়।

উল্লেখ্য, সম্প্রতি আফগানিস্তানের পূর্বাঞ্চলে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের পাঠানো দ্রুত মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। প্রতিনিধি দলের পক্ষ থেকেও দুই দেশের মধ্যে সংকট মোকাবিলায় জরুরি সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্রতিনিধি দলে রয়েছেন—মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মামুনুল হক, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা মনির হোসাইন কাসেমী ও মাওলানা মাহবুবুল্লাহ কাসেমী।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ