স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরোধীরা আর কখনো ফিরে আসবে না। ছাত্রজনতার গণঅভ্যুত্থানে যারা আত্মত্যাগ করেছেন, তাদের সেই আত্মত্যাগ বৃথা যাবে না। ভবিষ্যতে যে সরকারই ক্ষমতায় আসুক না কেন, তারা জুলাই আত্মত্যাগকে বুকে ধারণ করবে।
শনিবার দুপুরে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ শীর্ষক ম্যুরাল উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
গ্রাফিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচিত সরকার আসলেও এই গ্রাফিতি অপসারণের কোনো কারণ নেই। তাই এ বিষয়ে কারও মনে সন্দেহের অবকাশ নেই।”
এ সময় সেতু বিভাগের সচিব মোহাম্মদ আবদুর রউফ, রেলপথ সচিব মো. ফাহিমুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগম ও পুলিশ সুপার নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
এমএইচ/