শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫ ।। ৫ আশ্বিন ১৪৩২ ।। ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
খেলাফত মজলিস রিয়াদ মহানগরী শাখার তরবিয়তি মজলিস দেশের ভবিষ্যৎ নিশ্চিতে সবাইকে এগিয়ে আসতে হবে: ধর্ম উপদেষ্টা তালেবান সরকারের নিষিদ্ধের তালিকায় মওদুদীর বই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা পর্তুগালের যাত্রাবাড়ীতে এসি বিস্ফোরণে একই পরিবারের দগ্ধ ৪ দালাল ধরে গিয়েছিলেন ইরাকে, ময়লার ভাগাড়ে তিন টুকরায় মিলল লাশ দক্ষ কর্মীদের ভিসা ফি ১,৫০০ ডলার থেকে বাড়িয়ে ১ লাখ ডলার করলেন ট্রাম্প নোয়াখালীতে অটোরিকশা উল্টে প্রাণ গেল নারীর ,আহত-৪ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের সভাপতি নাসির উদ্দিন এডভোকেট এর ইন্তেকাল

ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টায় নগরীর একটি অভিজাত হলে সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সহযোগী সদস্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ, শাবিপ্রবি সভাপতি শেখ হোসাইন  আহমদ ও সিলেট পশ্চিম জেলা সভাপতি রেজউল করিম শাব্বির আহদের এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে দারসুল কুরআন পেশ করেন সংগঠনের সিলেট মহানগর মাদরাসা বিভাগের সাবেক সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান।

সহযোগী সদস্য সমাবেশে সদস্যদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সিলেট মহানগর ও শাবিপ্রবির দায়িত্বশীল এবং সিলেট পূর্ব ও পশ্চিম জেলার মনোনীত সভাপতির নাম ঘোষণা করেন সংগঠনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ রায়হান আলী।

মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে সিলেট মহানগর সভাপতি নির্বাচিত হন কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য মুহিবুর রহমান রায়হান ও সেক্রেটারি মনোনীত হন সাজিদুর রহমান, শাবিপ্রবি সভাপতি নির্বাচিত হন জুনাইদ আহমদ ও সেক্রেটারি মনোনীত হন আশরাফুল ইসলাম শান্ত, সিলেট পূর্ব জেলা সভাপতি মনোনীত হন সালমান আহমদ ও সেক্রেটারি মনোনীত হন এবাদুর রহমান ও পশ্চিম জেলা সভাপতি মনোনীত হন নুরুল ইসলাম নাহিদ ও সেক্রেটারি মনোনীত হন গোলাম কিবরিয়া।

নির্বাচিত/মনোনীত সভাপতিদের শপথ বাক্য পাঠ করান সমাবেশের প্রধান অতিথি ও প্রধান নির্বাচন কমিশনার মুহাম্মদ রায়হান আলী।

সমাবেশের সমাপনী অধিবেশনে নব-নির্বাচিত সিলেট মহানগর সভাপতি মুহিবুর রহমান রায়হানের সভাপতিত্বে ও শাবিপ্রবি জুনাইদ আহমদ, সিলেট পূর্ব জেলা সভাপতি সালমান আহমদ ও পশ্চিম জেলা সভাপতি নুরুল ইসলাম নাহিদের এর যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মদ জয়নুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও সংগঠনের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডা: আখলাক আহমদ, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মনজুরে মাওলা, সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আফজাল হোসাইন কামিল, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, লিটন আহমদ জুম্মান, সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট- ময়মনসিংহ জোন তত্ত্বাবধায়ক মাওলানা জাবেদুল ইসলাম চৌধুরী, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওলানা আব্দুল হান্নান তাপাদার, ডা: ফয়জুল হক,  ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সাবেক সভাপতি রুহুল আমিন,  মুজিবুর রহমান খান, মৌলভীবাজার জেলা সাবেক সভাপতি মাওলানা আনিসুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সাবেক সেক্রেটারি মাওলানা খায়রুল ইসলাম, সিলেট মহানগর সাবেক সেক্রেটারি মোস্তফা আহমদ সোহান, শাবিপ্রবি সেক্রেটারি আশরাফুল ইসলাম শান্ত, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি এবাদুর রহমান, পশ্চিম জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া প্রমুখ। 

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ