বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

শারীরিকভাবে অক্ষমদের হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

শারীরিকভাবে সুস্থ না হলে কাউকে হজে নেওয়া যাবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজে অংশগ্রহণের জন্য কেবল শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদেরই নিবন্ধন করাতে হবে।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হজে যেতে ইচ্ছুকদের সঙ্গে হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগ নিশ্চিত করতেই এই মেলার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

ড. খালিদ হোসেন বলেন, “শারীরিকভাবে অক্ষম বা দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকার বিব্রত হয় এবং নানা বিড়ম্বনার মুখে পড়ে। এ কারণে সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এ ধরনের ব্যক্তিকে ফিটনেস সার্টিফিকেট না দেন।” হজ এজেন্সিগুলোকেও একই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “এ বছর আমরা সুন্দরভাবে হজ সম্পন্ন করেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছে, যা আগের বছরের তুলনায় আরও উন্নত হবে।”

হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা জানান, এই আয়োজনের মাধ্যমে হজযাত্রী ও এজেন্সির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়বে, সচেতনতা তৈরি হবে এবং হজযাত্রীরা সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন।

এ সময় হজযাত্রীদের লাগেজে মাদক বা সৌদি আরবে নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য এজেন্সিগুলোকে সতর্ক করেন তিনি। এছাড়া স্বর্ণ চোরাচালান ও দালালদের দৌরাত্ম্য বন্ধের আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, “হজযাত্রীদের অবশ্যই এজেন্সির মালিক বা বৈধ প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করে চুক্তি সম্পাদন ও প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।”

অনুষ্ঠানে হাবের মুখপত্র হজ বার্তা উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা। তিন দিনব্যাপী এ মেলায় ১৫৪টি স্টল থাকবে, যেখানে হজ-সংক্রান্ত তথ্য, কার্যক্রম ও প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। বক্তব্য রাখেন ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপমিশনের প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারি ও হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ