শারীরিকভাবে অক্ষমদের হজে নেওয়া যাবে না: ধর্ম উপদেষ্টা
প্রকাশ:
১৪ আগস্ট, ২০২৫, ০৪:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
![]()
শারীরিকভাবে সুস্থ না হলে কাউকে হজে নেওয়া যাবে না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, হজে অংশগ্রহণের জন্য কেবল শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদেরই নিবন্ধন করাতে হবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনকেন্দ্রে আয়োজিত জাতীয় হজ ও ওমরাহ ফেয়ার ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। হজে যেতে ইচ্ছুকদের সঙ্গে হজ এজেন্সিগুলোর সরাসরি যোগাযোগ নিশ্চিত করতেই এই মেলার আয়োজন করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। ড. খালিদ হোসেন বলেন, “শারীরিকভাবে অক্ষম বা দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের হজে নেওয়া হলে সরকার বিব্রত হয় এবং নানা বিড়ম্বনার মুখে পড়ে। এ কারণে সিভিল সার্জনদের নির্দেশ দেওয়া হয়েছে, তারা যেন এ ধরনের ব্যক্তিকে ফিটনেস সার্টিফিকেট না দেন।” হজ এজেন্সিগুলোকেও একই বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, “এ বছর আমরা সুন্দরভাবে হজ সম্পন্ন করেছি। ইতোমধ্যে ২০২৬ সালের হজের প্রস্তুতি শুরু হয়েছে, যা আগের বছরের তুলনায় আরও উন্নত হবে।” হজ ও ওমরাহ মেলার গুরুত্ব তুলে ধরে উপদেষ্টা জানান, এই আয়োজনের মাধ্যমে হজযাত্রী ও এজেন্সির মধ্যে পারস্পরিক যোগাযোগ বাড়বে, সচেতনতা তৈরি হবে এবং হজযাত্রীরা সামর্থ্য অনুযায়ী প্যাকেজ বেছে নিতে পারবেন। এ সময় হজযাত্রীদের লাগেজে মাদক বা সৌদি আরবে নিষিদ্ধ পণ্য বহন না করার জন্য এজেন্সিগুলোকে সতর্ক করেন তিনি। এছাড়া স্বর্ণ চোরাচালান ও দালালদের দৌরাত্ম্য বন্ধের আহ্বান জানান। উপদেষ্টা বলেন, “হজযাত্রীদের অবশ্যই এজেন্সির মালিক বা বৈধ প্রতিনিধির সঙ্গে সরাসরি যোগাযোগ করে চুক্তি সম্পাদন ও প্রশিক্ষণ গ্রহণ করা উচিত।” অনুষ্ঠানে হাবের মুখপত্র হজ বার্তা উন্মোচন করেন ধর্ম উপদেষ্টা। তিন দিনব্যাপী এ মেলায় ১৫৪টি স্টল থাকবে, যেখানে হজ-সংক্রান্ত তথ্য, কার্যক্রম ও প্রাথমিক নিবন্ধনের সুযোগ দেওয়া হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার। বক্তব্য রাখেন ধর্মসচিব এ কে এম আফতাব হোসেন প্রামাণিক, ঢাকায় সৌদি দূতাবাসের উপমিশনের প্রধান ইব্রাহিম আবদুল্লাহ আল-আহমারি ও হাব মহাসচিব ফরিদ আহমদ মজুমদার। এমএইচ/ |