মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৫ সফর ১৪৪৭

শিরোনাম :
রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ ট্রান্সজেন্ডার কর্তৃক শিক্ষকদের হত্যার হুমকি, চবিতে প্রতিবাদ সমাবেশ সংস্কার না করে পূর্বের নিয়মে নির্বাচন হতে পারে না: পীর সাহেব চরমোনাই সিলেটে ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার করল বিজিবি জুলাই সনদ সংবিধানের ওপর রাখলে খারাপ নজির হবে : সালাহউদ্দিন আহমদ মুরাদনগরে জমিয়তের ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তে হতাহতের সংখ্যা বাড়ছে, কতজন শিক্ষার্থী ছিল জানালেন শিক্ষক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। বিমানটি শিক্ষাপ্রতিষ্ঠানের একটি দোতলা ভবনের ওপর আছড়ে পড়ে, ফলে ব্যাপক প্রাণহানি ও আহতের ঘটনা ঘটে।

ঘটনার বিষয়ে প্রতিষ্ঠানটির প্রভাষক মো. রেজাউল হক গণমাধ্যমকে জানান, “দোতলা ভবনের প্রতিটি শ্রেণিকক্ষে প্রায় ৩০ জন শিক্ষার্থী ক্লাস করত। দুর্ঘটনার সময় যারা দোতলায় ছিল, তাদের বেশিরভাগকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে নিচতলায় অবস্থানরত শিক্ষার্থীদের অনেকেই দগ্ধ হয়েছে।”

তিনি আরও বলেন, “বিমানটি একেবারে ভবনের মাঝ বরাবর নিচের অংশে আঘাত হানে, যার ফলে নিচতলার দুই পাশের কক্ষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার সময় দুই তলায় মিলিয়ে মোট শিক্ষার্থী ছিল ২০০-এর বেশি। এর মধ্যে নিচতলায় ছিল প্রায় ১০০ থেকে ১২০ জন শিক্ষার্থী, যারা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হয়েছে।”

প্রভাষক রেজাউল হক আরও জানান, ক্লাস চলাকালীন সময়ে সাধারণত ভবনে ২০০ থেকে ২২০ জন শিক্ষার্থী উপস্থিত থাকে। যেহেতু ঘটনার সময় ছুটির বিরতি চলছিল, তাই এই সংখ্যা কিছুটা কমবেশি হতে পারে। তবে স্কুল কর্তৃপক্ষ এখনও হতাহতদের সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করেনি।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। তবে স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়, যার মধ্যে ২৩ জন শিশু। রাতে মৃতের সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম জানান, নিহতদের অনেকের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। এখন পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ৬টি মরদেহ রাখা হয়েছে সিএমএইচ মর্গে। নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন করা হয়েছে।

আইএসপিআরের হিসাব অনুযায়ী, এই দুর্ঘটনায় মোট আহত হয়েছেন ১৬৫ জন। তাদের মধ্যে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন:

কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতাল: ৮ জন

বার্ন ইনস্টিটিউট: ৪৬ জন

ঢাকা মেডিকেল কলেজ: ৩ জন

সিএমএইচ: ২৮ জন

লুবনা জেনারেল হাসপাতাল: ১৩ জন

উত্তরা আধুনিক হাসপাতাল: ৬০ জন

উত্তরা ক্রিসেন্ট হাসপাতাল: ১ জন

শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ: ১ জন

ইউনাইটেড হাসপাতাল: ২ জন

কুর্মিটোলা জেনারেল হাসপাতাল: ৩ জন

এ ঘটনায় সারাদেশে শোকের ছায়া নেমে এসেছে। আহতদের অনেকেই আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ