সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৬ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

ইতিহাসে মাদরাসা শিক্ষার্থীদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে: ধর্ম উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নতুন বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে এদেশের মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মনে করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। আগামী দিনে দেশ গঠনে মাদরাসা শিক্ষার্থীদের বলিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি।  

সোমবার (২১ জুলাই) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর উত্তর কাজলায় জামিয়া মাহমুদিয়া মাদরাসা প্রাঙ্গণে মাদরাসা রেজিস্ট্যান্স ডে ২০২৫ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ চব্বিশের জুলাই বিপ্লবে মাদরাসার শিক্ষার্থী ও আলেম সমাজের আত্মত্যাগ, সংগ্রাম ও প্রতিরোধের বীরত্বগাঁথা স্মরণে 'জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫' আয়োজন করে।

ধর্ম উপদেষ্টা বলেন, আমরা লক্ষ্য করেছি জুলাই বিপ্লবে আলিয়া ও কওমি নির্বিশেষে মাদরাসার শিক্ষার্থীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল। এ বিপ্লবে মাদরাসা শিক্ষার্থীরা আহত হয়েছেন, অনেকে প্রাণ দিয়েছেন। আগামী দিনেও বাংলাদেশের অগ্রযাত্রায় মাদরাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, এদেশের ৫৪ বছরের ইতিহাসে মাদরাসার ছাত্ররা দেশের কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তির জন্য, জনগণের অধিকারের জন্য পরিশ্রম করেছেন। তারা প্রাণ দিয়েছেন, জেল খেটেছেন, মামলা-হামলার শিকার হয়েছেন। তিনি বলেন, এদেশকে একটি কল্যাণ রাষ্ট্র ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠার আন্দোলনে মাদরাসার শিক্ষার্থীরা সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন।

মাদরাসা শিক্ষার্থীদের উদ্দেশে ধর্ম উপদেষ্টা বলেন, আমরা আশাহত হবো না। আমরা সাহস হারাবো না, হীনম্মন্যতায় ভুগবো না। আমরা বাংলাদেশকে একটি আদর্শিক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই। মাদরাসা শিক্ষার্থীরা অতীতেও জনগণের পাশে ছিলো, আগামীতেও তারা জনগণের পাশে থাকবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ