সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

চট্টগ্রামে হেফাজতের ২৭ মামলা প্রত্যাহার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে কয়েক শ মামলা দিয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর থেকেই এসব মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের আলোচনা হচ্ছে। সেই ধারাবাহিকতায় এবার চট্টগ্রামে বিভিন্ন সময় হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নামে দায়ের করা ২৭টি মামলা প্রত্যাহার করা হয়েছে। 

বুধবার (২ জুলাই) বিকেলে এসব মামলা প্রত্যাহারের তথ্য জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে এক পোস্টে লেখেন- ‘আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতা কর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের দায়েরকৃত চট্টগ্রামের হাটহাজারী থানাসহ বিভিন্ন থানার প্রায় ২৭টি মিথ্যা মামলা আজ প্রত্যাহার করা হয়েছে।’

হেফাজতের এই নেতা মামলা প্রত্যাহারসংক্রান্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনও ফেসবুকে শেয়ার করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সহকারী সচিব মো. মফিজুল ইসলাম। বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে- ‘ফৌজদারি কার্যবিধি ১৮৮৭-এর ধারার আওতায় মামলা প্রত্যাহার।’ সেখানে মামলার তালিকা দিয়ে বলা হয়েছে- উপর্যুক্ত বিষয়ের নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, সরকার ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ৪৯৪ ধারার আওতায় চট্টগ্রাম জেলার নিম্নোক্ত মামলাসমূহ প্রসিকিউশন না চালানোর (nolle prosequi) সিদ্ধান্ত গ্রহণ করেছে।

এর আগে গত ৫ মে গণমাধ্যমের খবরে বলা হয়, হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাকর্মীদের বিরুদ্ধে করা ২০৩টি মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে। 

গত ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজত যে মহাসমাবেশ করে সেখানে অন্যতম দাবি ছিল মামলাগুলো প্রত্যাহার করা। এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করে হেফাজত নেতারা মামলাগুলো প্রত্যাহারের দাবি জানান। উপদেষ্টা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিগগির মামলা প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দিয়েছিলেন। সেই আশ্বাসের পরিপ্রেক্ষিতেই অবশেষে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ