সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

বেফাকের নতুন মারকায গঠনে আবেদন আহ্বান, সময়সীমা ৩০ সফর পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের সর্ববৃহৎ কওমি মাদরাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ নতুন মারকায (পরীক্ষা কেন্দ্র) গঠনের জন্য আবেদন আহ্বান করেছে। রবিবার (২৯ জুন) বোর্ডের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে ৩০ সফর ১৪৪৭ হিজরির মধ্যে নির্ধারিত আবেদনপত্র জমা দিতে হবে। নির্ধারিত সময়সীমার বাইরে কোনো আবেদন গ্রহণ করা হবে না। শর্তাবলিতে উল্লিখিত প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে।

বেফাকের বিজ্ঞপ্তি অনুযায়ী, দরসিয়াত, হিফজ ও কিরাআত বিভাগে মারকায (পরীক্ষা কেন্দ্র) অনুমোদনের জন্য আলাদা আলাদা শর্তাবলি নির্ধারণ করা হয়েছে। এসব শর্তের মধ্যে রয়েছে- কমপক্ষে তিন বছর ধরে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণ, নির্ধারিত সংখ্যক পরীক্ষার্থী থাকা, বার্ষিক চাঁদা ও ফি পরিশোধ, মাদরাসা আবাসিক হওয়া এবং পরীক্ষার জন্য মানসম্মত পরিবেশ নিশ্চিত করা।

এছাড়াও আবেদনকারী প্রতিষ্ঠানকে জেলা বা থানা কমিটির সভাপতি/সেক্রেটারির সুপারিশপত্র, পার্শ্ববর্তী মারকাযের অনাপত্তিপত্র, মাদরাসা কমিটির সিদ্ধান্তের রেজুলেশনসহ প্রয়োজনীয় দলিলপত্র জমা দিতে হবে।

বেফাকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, নতুন মারকায অনুমোদনের মাধ্যমে সারাদেশে কওমি শিক্ষার কাঠামোগত উন্নয়ন ও বিস্তারে প্রতিষ্ঠানটি আরও একটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়ে নিচ্ছে।

উল্লেখ্য, কওমি মাদরাসাগুলোর শিক্ষা ও পরীক্ষা কার্যক্রমের কেন্দ্রীয় তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান হিসেবে বেফাক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে বেফাকের আওতাধীন হাজারো মাদরাসা রয়েছে। নতুন মারকায গঠনের মাধ্যমে মাদরাসাগুলোর শিক্ষার মান ও পরীক্ষার কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছে বোর্ড কর্তৃপক্ষ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ