সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

হজযাত্রীর কোটা না বাড়ানোর অনুরোধ ধর্ম উপদেষ্টার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

২০২৬ সালের হজে প্রতি এজেন্সির জন্য হজযাত্রীর কোটা দুই হাজার নির্ধারণের পূর্বঘোষিত সিদ্ধান্তের পরিবর্তে তা আগের মতো এক হাজারই বহাল রাখার অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

আজ (২০ জুন) বিকেলে সৌদি আরবের জেদ্দায় হজ ও ওমরাহ মন্ত্রণালয়ে সৌদি ডেপুটি মিনিস্টার ড. আল হাসান ইয়াহিয়া আল মানাখারার সঙ্গে এক বৈঠকে তিনি এ অনুরোধ জানান।

বৈঠকে ধর্ম উপদেষ্টা ২০২৫ সালের সুশৃঙ্খল ও সফল হজ ব্যবস্থাপনার জন্য সৌদি সরকারকে ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি অননুমোদিত হজ বন্ধ, সময়মতো নুসুক কার্ড সরবরাহ, মাশায়ের এলাকায় নির্বিঘ্ন পরিবহন, উন্নত চিকিৎসাসেবা এবং মৃত্যুহার হ্রাসে গৃহীত উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

২০২৬ সালের হজ ব্যবস্থাপনা সহজ ও সুশৃঙ্খল করতে বাংলাদেশের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন ড. খালিদ হোসেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:

নুসুক মাসার ড্যাশবোর্ডে তথ্য সমৃদ্ধকরণ এবং পরিবীক্ষণের সুযোগ রাখা

মক্কা রুট ইনিশিয়েটিভসের মাধ্যমে লাগেজে আরএফআইডি ট্র্যাকিং প্রযুক্তি চালু

মিনা ও আরাফার তাঁবুতে বেডের আকার বৃদ্ধি

মাশায়ের এলাকায় টয়লেট ও পানির সরবরাহ বৃদ্ধি

হজের আবশ্যিক খরচ আগাম ঘোষণা

বাংলাদেশ ও সাউদিয়ার পাশাপাশি তৃতীয় জাতীয় ক্যারিয়ার চালুর অনুরোধ

বৈঠকে সৌদি ডেপুটি মিনিস্টার বাংলাদেশের প্রস্তাব ও পর্যবেক্ষণ মনোযোগ সহকারে শুনে তা গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। তিনি বাংলাদেশকে হজ রোডম্যাপ অনুযায়ী সময়মতো প্রস্তুতি সম্পন্ন করারও আহ্বান জানান।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব একেএম আফতাব হোসেন প্রামানিক, হজ কাউন্সিলর মো. জহিরুল ইসলাম, হজ কনসাল মো. আসলাম উদ্দিন এবং সচিবের একান্ত সচিব মো. কামরুল ইসলাম।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ