বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত রাজনৈতিক দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তবে সংসদের দ্বিকক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি দলগুলো। এই বিষয়টি নিয়ে আগামী রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশন এর অধিবেশনে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন), ফরেন সার্ভিস একাডেমি-তে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরের বিরতির পর আলোচনাটি অনুষ্ঠিত হয়। সংলাপ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদের উচ্চকক্ষ ১০০ সদস্য বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে উচ্চকক্ষের নাম নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুপুরের আলোচনায় এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ সহ অধিকাংশ দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত প্রকাশ করেছে। অন্যদিকে জামায়াত উভয় কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে।

অপরদিকে, বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এবং এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসনে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে সমর্থন জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ