বুধবার, ২০ আগস্ট ২০২৫ ।। ৪ ভাদ্র ১৪৩২ ।। ২৬ সফর ১৪৪৭

শিরোনাম :
বিএনপি কি ইসলামপন্থীদের আস্থা হারাচ্ছে?  নোয়াখালীতে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে সংবর্ধনা গণতন্ত্রকামী দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে ফ্যাসিস্ট পুনর্বাসন হবে: তারেক রহমান ডাকসু নির্বাচনে প্রার্থী ৬৫৮ জন, হল সংসদে ১ হাজার ৪২৭ মাইলস্টোনের তিন শিক্ষক জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন জুমার নামাজে না গেলে দুই বছরের দণ্ড হতে পারে  রাজনৈতিক ও অর্থনৈতিক মুক্তির জন্য নির্বাচন জরুরি: মির্জা ফখরুল সৌদি আরবে নতুন হজ কাউন্সেলর কামরুল ইসলাম তাওয়াফের সময় হাজরে আসওয়াদের সামনে দাঁড়িয়ে না থাকার নির্দেশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আস সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে ১০০০ বৃক্ষরোপণ

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে একমত রাজনৈতিক দলগুলো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে, তবে সংসদের দ্বিকক্ষ নির্বাচন প্রক্রিয়া নিয়ে এখনও একমত হতে পারেনি দলগুলো। এই বিষয়টি নিয়ে আগামী রোববার (২২ জুন) জাতীয় ঐকমত্য কমিশন এর অধিবেশনে আলোচনা হবে।

বৃহস্পতিবার (১৯ জুন), ফরেন সার্ভিস একাডেমি-তে জাতীয় ঐকমত্য কমিশন এবং রাজনৈতিক দলগুলোর সংলাপের মুলতবি অধিবেশনে এই সিদ্ধান্ত নেয়া হয়। দুপুরের বিরতির পর আলোচনাটি অনুষ্ঠিত হয়। সংলাপ সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংসদের উচ্চকক্ষ ১০০ সদস্য বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, তবে উচ্চকক্ষের নাম নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দুপুরের আলোচনায় এনসিপি, গণসংহতি আন্দোলন, জেএসডি, গণঅধিকার পরিষদ সহ অধিকাংশ দল সংখ্যানুপাতিক পদ্ধতির পক্ষে মত প্রকাশ করেছে। অন্যদিকে জামায়াত উভয় কক্ষেই সংখ্যানুপাতিক নির্বাচন প্রক্রিয়ার পক্ষে মত দিয়েছে।

অপরদিকে, বিএনপি, জাতীয়তাবাদী সমমনা জোট, ১২ দলীয় জোট, এবং এনডিএম নিম্নকক্ষের আসন অনুপাতে উচ্চকক্ষের আসনে নির্বাচন প্রক্রিয়ার পক্ষে সমর্থন জানিয়েছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ