বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ায় সেরা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর হজ ব্যবস্থাপনায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বাংলাদেশ। সৌদি সরকারের প্রকাশিত তালিকায় এই স্বীকৃতি পেয়েছে দেশটি—যা এক অনন্য অর্জন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হজ এজেন্সিগুলোর সংগঠন হাব (হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) জানিয়েছে, ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার মোট ৬টি দেশের ব্যবস্থাপনা মূল্যায়নের ভিত্তিতে সৌদি কর্তৃপক্ষ এই তালিকা প্রকাশ করেছে।

হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, “এ বছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল। সৌদি ও বাংলাদেশ—দুই পর্বেই নিবন্ধিত হজযাত্রীরা সুশৃঙ্খলভাবে হজ আদায় করেছেন। এটি বাংলাদেশের জন্য একটি মাইলফলক।”

হাব সভাপতি সৈয়দ গোলাম সরওয়ার বলেন, “সবার সম্মিলিত চেষ্টায় কোনো রকম বিশৃঙ্খলা ছাড়াই এবারের হজ শেষ হয়েছে। কান্নাকাটি, মারামারি বা টিকিট সংকট—কোনোটিই ছিল না।”

সরকারি হিসাবে, রোববার (১৬ জুন) পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় ২১ হাজার হজযাত্রী। কেউ একমাস আবার কেউ ৪৫ দিনের জন্য প্রিয়জনদের ছেড়ে গিয়েছিলেন হজে। ফেরার পর তারা জানিয়েছেন, এবারের হজ ব্যবস্থাপনায় সন্তোষজনক অভিজ্ঞতা হয়েছে তাদের।

এদিকে হজ পালনকালে মৃত্যুর সংখ্যাও ছিল আগের বছরের তুলনায় কম। এখন পর্যন্ত ২৭ জন (নারী ২ জনসহ) হজযাত্রী মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন। বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন আরও প্রায় ৩০ জন হাজী।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ