বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

নিজ খরচেই হজ করেছেন ধর্ম উপদেষ্টার স্ত্রী ও দুই বোন: ড. আহমদ আলী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের স্ত্রী ও দুই বোন বর্তমানে হজ পালন করেছেন, তবে তাঁরা প্রত্যেকেই নিজের খরচে এই পবিত্র যাত্রায় গেছেন বলে জানিয়েছেন ড. আহমদ আলী। তিনি আজ তার ভেরিফাইড ফেসবুক পেইজে এক পোস্টে জানায়, তাঁর স্ত্রী উপদেষ্টা মহোদয়ের ছোট বোন, এবং তিনি সম্পূর্ণ নিজ খরচে হজে গিয়েছেন। একইভাবে উপদেষ্টা মহোদয়ের অপর বোনও একই কারণে নিজের খরচে হজে গেছেন।

ড. আহমদ আলী বলেন, “আমি আমার স্ত্রীকে মাহরাম হিসেবে নিয়ে যেতে পারিনি, তাই উপদেষ্টা মহোদয়কে অনুরোধ করি যাতে তিনি তাকে সাথে নিয়ে যান। তবে তাঁর অপর আরেক বোনও যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু অর্থের অভাবে এবছর হজে যেতে পারেননি।”

একটি গণমাধ্যমে প্রকাশিত খবর নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে ড. আহমদ আলী বলেন, কালের কণ্ঠ পত্রিকা যে ফটোকার্ড প্রকাশ করেছে, তাতে বিভ্রান্তি সৃষ্টি হতে পারে যে, তাঁর স্ত্রী ও আপারা সরকারি খরচে হজে গেছেন। যদিও সংবাদে পরিষ্কারভাবে বলা হয়েছে, তাঁরা নিজের খরচে হজে গেছেন, তারপরও ওইভাবে ছবি প্রকাশ করাটা উদ্দেশ্যপ্রণোদিত মনে হচ্ছে।

তিনি আরও বলেন, “আমার স্ত্রী ও আপা তাঁরা যদিও মাননীয় ধর্ম উপদেষ্টার সাথে গমন করেছেন; কিন্তু তারা দুজনেই ফিরবেন তাঁর ফেরার আরও প্রায় দশ/বারো দিন পরে, ইন্ শাআল্লাহ। তারা যদি উপদেষ্টা মহোদয়ের একান্ত সফরসঙ্গী হতো, তাহলে তো তারা ফিরতোও তাঁর সাথে। ”

ড. আহমদ আলী বলেন, “যতদিন তারা উপদেষ্টা মহোদয়ের সাথে আছেন, তারা কিছু বাড়তি সুবিধা পেতে পারেন, তবে তার সাথে যাওয়ার কারণে তাদের খরচও অনেক বেড়ে গেছে। মক্কা থেকে মদীনা বা রিয়াদে সফরের জন্য তারা যাতায়াতে উচ্চ ভাড়া দিয়েই চলছেন, যা তাদের নিজেদের খরচে হচ্ছে।”

উল্লেখ্য, সৌদি আরবে ড. আহমদ আলীর স্ত্রীর বড় ভাই ড. সাদিক হোসেন রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে কর্মরত আছেন এবং তাদের বেশ কয়েকজন আত্মীয়-স্বজনও সৌদি আরবে থাকেন, যারা তাদের সেবা ও দেখাশোনায় নিয়োজিত রয়েছেন।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ