সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪২টি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

হজ হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় দেশে ফেরা হাজির সংখ্যা ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

ফ্লাইটভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন হাজি, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৮৯৬ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২৭ বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন, যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী  মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন, এবং আরাফায় ১ জন।

চলতি বছর হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ছিল ৩১ মে। হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন থেকে। ওই দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইট ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হজ ফ্লাইটসমূহ আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস ও সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ