বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৭

শিরোনাম :
এক লাফে ভরিতে ৮৩৮৬ টাকা কমল স্বর্ণের দাম জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে গণভোট চায় জামায়াতে ইসলামী ১৮তম জাতীয় তাফসিরুল কুরআন মাহফিল ২০ ও ২১ নভেম্বর ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞা চেয়ে বিশ্বের প্রভাবশালী ইহুদিদের চিঠি  গণভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জটিলতা তৈরির অভিযোগ জামায়াতের ‘পাঁচ দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’ জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিশেষজ্ঞদের সাথে ঐকমত্য কমিশনের সভা শিশু-কিশোরদের সুরক্ষা দিতে ছয় দফা সুপারিশ চিকিৎসকদের  ধর্মীয় অনুভূতিতে আঘাত, কারাগারে অভিযুক্ত বুয়েট শিক্ষার্থী  ওআইসি সদস্য দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান উপদেষ্টা রিজওয়ানার

হজ শেষে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ হাজি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছরের হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ১৬ হাজার ৪৬৯ জন হাজি। শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ৪২টি ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

হজ হেল্প ডেস্ক সূত্রে জানা যায়, সরকারি ব্যবস্থাপনায় দেশে ফেরা হাজির সংখ্যা ২ হাজার ৮৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ১৪ হাজার ৩৮১ জন।

ফ্লাইটভিত্তিক পরিসংখ্যানে দেখা যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১২টি ফ্লাইটে ফিরেছেন ৪ হাজার ৫৭৪ জন হাজি, সৌদি এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৮৯৬ জন, এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৫টি ফ্লাইটে ফিরেছেন ৫ হাজার ৯৯৯ জন হাজি।

এদিকে, চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ২৭ বাংলাদেশি হাজি ইন্তেকাল করেছেন, যাদের মধ্যে ২৪ জন পুরুষ ও ৩ জন নারী। মৃত্যুর স্থান অনুযায়ী  মক্কায় মারা গেছেন ১৮ জন, মদিনায় ৮ জন, এবং আরাফায় ১ জন।

চলতি বছর হজযাত্রার প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায় ২৯ এপ্রিল এবং শেষ ফ্লাইটটি ছিল ৩১ মে। হাজিদের ফিরতি ফ্লাইট শুরু হয় ১০ জুন থেকে। ওই দিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইন্সের ‘এসভি-৩৮০৩’ ফ্লাইট ৩৭৭ জন হাজিকে নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

হজ ফ্লাইটসমূহ আগামী ১০ জুলাই পর্যন্ত চলবে বলে জানিয়েছে হজ অফিস ও সংশ্লিষ্ট এয়ারলাইনস কর্তৃপক্ষ।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ