সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫ ।। ৭ পৌষ ১৪৩২ ।। ২ রজব ১৪৪৭

শিরোনাম :
ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংকে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন বিনা টিকিটে রেলওয়ে ভ্রমণ, এক দিনেই ১৪ লাখের বেশি টাকা আদায় সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১৮ হাজার অবৈধ প্রবাসী গ্রেপ্তার ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার করা কৌশল হতে পারে: রফিকুল ইসলাম দীপু চন্দ্র ও শিশু আয়েশাকে পুড়িয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ হেফাজতে ইসলামের রজব মাসের চাঁদ দেখা গেছে ভারতীয় আধিপত্যবাদের কবর রচিত হয়ে গেছে: পীর সাহেব চরমোনাই মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন ওসমান হাদি ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন : আইন উপদেষ্টা আল্লাহ আমাদের মক্কা ও মদিনার রক্ষক হওয়ার সম্মান দিয়েছেন : ফিল্ড মার্শাল মুনির

কেন্দ্রীয় কারাগারে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

ঢাকার কেরাণীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের সকালে কারাগারে তিনটি জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে সকাল ৮টা ১৫ মিনিটে অনুষ্ঠিত জামাতে অংশ নেন কারাবন্দিরা। হাজারেরও বেশি বন্দি এই জামাতে নামাজ আদায় করেন।

এর আগে, ভোর ৭টায় কারাগারের কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রথম জামাত এবং তৃতীয় জামাতটি অন্যান্য প্রশাসনিক কর্মীদের জন্য আয়োজন করা হয়।

বিশেষ খাবার ও আয়োজনে উৎসবের আবহ

কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে, বন্দিদের ঈদের আনন্দ নিশ্চিত করতে ছিল বিশেষ খাবারের ব্যবস্থা। ঈদের দিন সকালের নাশতায় পরিবেশন করা হয় পায়েস ও মুড়ি। দুপুরে ছিল গরু ও খাসির মাংস, মুরগির রোস্ট, কোমল পানীয়, সালাদ, মিষ্টান্ন, পান-সুপারি এবং রাতে পরিবেশিত হয় ভাত, মাছ ও আলুর দম।

বন্দিদের জন্য ঈদ উপলক্ষে জবাই করা হয়েছে ৮টি গরু ও ১০টি খাসি। এছাড়া আত্মীয়-স্বজনদের পক্ষ থেকে উপহার ও সুভেনির আরপি গেটের মাধ্যমে বিতরণ করা হয়।

সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজনে প্রাণবন্ত পরিবেশ

ধর্মীয় অনুভূতিকে শ্রদ্ধা রেখে কারাগারে ঈদের পরদিন (৮ জুন) বন্দিদের জন্য বাইরের রান্না করা খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ঈদের তৃতীয় দিন (৯ জুন) আয়োজন করা হয়েছে ‘প্রিজন ম্যারাথন ২০২৫’, যেখানে কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ অংশগ্রহণকারীরা দৌড় প্রতিযোগিতায় অংশ নেবেন।

সেইসাথে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলতে আয়োজন থাকছে ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যাতে অংশ নেবেন কারা কর্মকর্তারা ও তাঁদের পরিবারবর্গ।

কারা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, “আমরা চেষ্টা করেছি ঈদের দিনটিকে বন্দিদের জন্যও আনন্দময় করে তুলতে, যাতে তারা সমাজে ফিরে গিয়ে সুন্দর জীবনের দিকে অগ্রসর হতে পারে।”

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ