মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জুলাই স্মরণে ইসলামী ছাত্র আন্দোলন-এর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা মানবিক-ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার সময় এখনই : তারেক রহমান যেকোনো দিন গাজায় যুদ্ধবিরতি হতে পারে: ট্রাম্প জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম

‘স্বকীয়তা বহাল রেখে সনদের কার্যকর মূল্যায়নে ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আবিদ শাকির

স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকর মূল্যায়নে আলেমদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে, শায়খুল হাদীস পরিষদের গোলটেবিল বৈঠকে বক্তাদের আলোচনায় এমন প্রস্তাবনা উঠে এসেছে। 

গতকাল (শুক্রবার, ২১ মার্চ) ‘শায়খুল হাদীস পরিষদে’র উদ্যোগে রাজনীতিবিদ, শিক্ষাবিদ, তরুণ আলেম ও ছাত্রনেতৃবৃন্দ নিয়ে ‘দাওরায়ে হাদীস সনদের কার্যকর মূল্যায়ন: সমকালীন ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এই বৈঠকটি হয়।

গোলটেবিল বৈঠকের সভাপতিত্ব করেন মাওলানা তাফাজ্জুল হক আজিজ। সঞ্চালনা করেন শায়খুল হাদীস পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ ও সহসাধারণ সম্পাদক মাওলানা এহসানুল হক।

গোলটেবিল বৈঠকে আলোচনায় বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, আজকের গোলটেবিল বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তরুণ আলেম ও ছাত্র নেতৃবৃন্দের বক্তব্য গুরুত্বসহ শুনেছি। এগুলো দেশের শীর্ষস্থানীয় আলেমদের নেতৃত্বাধীন গুরুত্বপূর্ণ ফোরামে তুলে ধরার চেষ্টা করবো। তিনি এ সময় সবাইকে দাওরায়ে হাদীসের সনদ বিষয়ে বক্তব্যের ক্ষেত্রে শব্দচয়নেও সতর্ক থাকার আহ্বান জানান।

বিশেষ অতিথির আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক বিভিন্ন আলিয়া মাদরাসা কলেজে পরিণত হওয়ার কথা উল্লেখ করে সতর্কভাবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। এ সময় তিনি তরুণ প্রজন্মের উদ্দেশ্যে বলেন, স্বকীয়তা না সুবিধা। আমরা অবশ্যই শুধু সুবিধা গ্রহণকারী হব না; বরং আমরা স্বকীয়তা বহাল রেখে দীনি দায়িত্ব পালনের আরও বেশি স্পেস চাই। এ ব্যাপারে আমরা উদ্যোগী হতে চাই। বলিষ্ঠ ভূমিকা রাখতে চাই। আমরা আশাবাদী, সকলের মতামত মূল্যায়ন করে ঐক্যবদ্ধ উদ্যোগ নিলে সরকার স্বকীয়তা বহাল রেখে দাওরায়ে হাদীসের সনদের কার্যকরী মূল্যায়ন বাস্তবায়ন করবে।

গোলটেবিল বৈঠকে আরও আলোচনা পেশ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বিশিষ্ট আলেমে দীন মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা লুৎফুর রহমান ফরায়েজি, ইসলামী লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনিরুল ইসলাম, খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি মাওলানা জাহিদুজ্জামান, খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ, ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি রায়হান আলী, ইসলামী ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি মেশকাতুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিকি, বিশিষ্ট আলেম মাওলানা ইমরানুল বারী সিরাজি, মাওলানা ইফতেখার জামিল, শায়খুল হাদীস পরিষদের সহসভাপতি মাওলানা ফয়সাল আহমাদ, নির্বাহী সদস্য মাওলানা শামসুল আলম, মাওলানা আল আবিদ শাকির, মাওলানা মাসনুন মুহিব্বুল্লাহ, খেলাফত যুব মজলিসের সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন, বিশিষ্ট আলেম মাওলানা জামিল সিদ্দিকি প্রমুখ। 

প্রচার সম্পাদক, শায়খুল হাদীস পরিষদ

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ