মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না মুজিববাদী সংবিধান ফেলে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে: আখতার হোসেন

এবার ঈদে দেশের নাগরিকরা পাচ্ছেন দীর্ঘ ছুটির সুযোগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। তবে এই ছুটি ছাড়াও রয়েছে মহান স্বাধীনতা দিবস, শবে কদর এবং সাপ্তাহিক ছুটি, যার ফলে দেশে কার্যত একটি দীর্ঘ ছুটির অবস্থার সৃষ্টি হতে যাচ্ছে। ঈদের আগে ও পরে মোট ১১ দিনের মধ্যে মাত্র ২ দিন অফিস খোলা থাকবে।

চাঁদ দেখার ওপর নির্ভর করে ৩১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। এই সম্ভাব্য তারিখ অনুযায়ী, ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত পাঁচ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ঈদের দিন সাধারণ ছুটি এবং ঈদের আগের ও পরের দুই দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রয়েছে, পাশাপাশি একই দিনে পবিত্র শবে কদরেরও ছুটি। এর আগে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসের ছুটি থাকবে, এবং ২৭ মার্চ (বৃহস্পতিবার) অফিস খোলা থাকবে।

ছুটি শেষে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) অফিস খুলবে, তারপর আবার সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ ২৬ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত ১১ দিনের মধ্যে অফিসে কার্যক্রম চলবে মাত্র ২ দিন—২৭ মার্চ এবং ৩ এপ্রিল।

ছুটির বিধিমালা অনুযায়ী, দুটি ছুটির মাঝে নৈমিত্তিক ছুটি নেওয়া যাবে না, তবে অর্জিত ছুটি নেওয়ার সুযোগ রয়েছে।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ