মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫ ।। ১৭ আষাঢ় ১৪৩২ ।। ৬ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার ইসলাহি মজলিস বৃহস্পতিবার ‘জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করতে না পারা এই সরকারের বড় ব্যর্থতা’ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক থাকলেই মৃত্যুদণ্ড, ইরানে নতুন আইন ইসরাইলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রামের আহ্বান ইরানি সুন্নি আলেমদের মিশরে বাংলাদেশি শিক্ষার্থীদের গৌরবময় অর্জন আফগানিস্তানে অনৈসলামিক কার্যকলাপের অভিযোগে গুঁড়িয়ে দেয়া হল মাজার দুঃখ প্রকাশ না করা পর্যন্ত শান্তি পাবে না: আ. লীগকে শফিকুল আলম জুলাই বিক্রি হয়ে গেছে : আবু ত্ব-হা মুহাম্মদ আদনান আলিম পরীক্ষায় শেখ মুজিবকে নিয়ে প্রশ্ন, ছাত্রদের ক্ষোভ প্রকাশ হাসিনা ও তার দলের প্রতি আপনাদের মনোযোগ যথাযথ না থাকলে ইনসাফ হবে না

আরাকান আর্মি বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায়, দাবি ফেরত জেলেদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিয়ানমারের আরাকান আর্মির কাছ থেকে শনিবার বিকেলে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে ২৬ জেলেকে ফেরত আনে বিজিবি- ছবি: সংগৃহীত

মিয়ানমারের আরাকান আর্মির কাছ থেকে ফিরে আসা জেলেরা বলছেন, বাংলাদেশের সীমানায় অবস্থান করলেও আরকান আর্মি নিজেদের সীমানা দাবি করে তাদের আটক করে।

জেলেদের এও দাবি, ধরে নিয়ে যাওয়ার মূল কারণ ফেরত দেওয়ার মধ্যে দিয়ে ‘বাংলাদেশ সঙ্গে সম্পর্ক’ করতে চায় আনাকান আর্মি।

আরাকান আর্মির কাছ থেকে তাদের ফেরত আনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যাদের কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে গিয়েছিল।

এই জেলেদের মধ্যে আছেন মো. আজিজ। ফিরে আসার পর তিনি বলেন, ‘আরকান আর্মি আমাদের সীমান্তকে তাদের সীমনা দাবি করে আমাদের ধরে নিয়ে যায়।’

‘তাদের (আরাকান আর্মি) লক্ষ্য বাংলাদেশ সঙ্গে সম্পর্ক করা। পরে জেলেদের ফেরত দিয়ে বাংলাদেশ সরকারের কাছে ভালো সম্পর্ক গড়তে চায়।’

ফেরত আসা আরেক জেলে মো. আব্দুল্লাহ। তিনিও দাবি করেন, বাংলাদেশের সীমানা থেকেই ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি।

‘১০ দিন আগে নৌকা নিয়ে মাছ শিকার করে ফেরার পথে নাইক্ষ্যংদিয়া ও বাংলাদেশ সীমানা থেকে আমাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি।’
 
শনিবার (১৫ মার্চ) বিকেলে টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া সংলগ্ন টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে আজিজ ও আব্দুল্লাহসহ ২৬ জনকে ফেরত আনা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান জানান, ‘নাফ নদী থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া জেলেদের ফেরত আনতে বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে তৎপরতা শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টার পর শ২৬ জেলেকে ফেরত আনতে সক্ষম হয়েছে বিজিবি।’

তিনি আরও বলেন, ‘ফেরত আনা জেলেদের নানা তথ্য সংগ্রহ করা হচ্ছে। পরে এসব জেলেদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’

তবে এখনও অনেকে আরাকান আর্মির কাছে আটক আছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘বাকিদেরও ফেরত আনার চেষ্টা চালাচ্ছে সরকার।’

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ