বুধবার, ২২ অক্টোবর ২০২৫ ।। ৬ কার্তিক ১৪৩২ ।। ৩০ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
ঘরের যে ৬ ইলেকট্রনিক যন্ত্র বাড়িয়ে দিচ্ছে বিল আজ থেকে চালু হচ্ছে ফ্লাইএডিলের ঢাকা-জেদ্দা সরাসরি ফ্লাইট সৌদি দূতাবাস আয়োজিত হিফজুল কোরআন প্রতিযোগিতার বরিশাল বিভাগীয় অডিশন ইবতেদায়ি ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণ শুরু আজ জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা

নতুন সময়সূচিতে চলবে ১০টি আন্তঃনগর ট্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চট্টগ্রাম থেকে সুবর্ণ এক্সপ্রেস ও সোনার বাংলাসহ ১০টি আন্তঃনগর ট্রেনের সময়সূচি পরিবর্তন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (১০ মার্চ) থেকে নতুন সূচি অনুযায়ী ট্রেনগুলো চলাচল শুরু করেছে।

রেলওয়ে পূর্বাঞ্চল সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস সকাল ৭টায় ছেড়ে গেছে, আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে বিকেল সাড়ে ৪টায়। চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে বিকেল সোয়া ৫টায় ছাড়বে এবং চাঁদপুর থেকে আগের মতোই ভোর ৫টায় চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবে।

জামালপুরের তারাকান্দি থেকে ঢাকাগামী অগ্নিবীণা এক্সপ্রেস বিকেল সাড়ে ৫টায় ছাড়বে, আর বিজয় এক্সপ্রেস জামালপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে রাত ৮টায় যাত্রা করবে। অন্যদিকে, কক্সবাজার এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে এবং ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশে ছাড়বে রাত ১১টায়।

পর্যটকদের সুবিধার্থে কক্সবাজার থেকে ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস সন্ধ্যা পৌনে ৮টায় ছেড়ে যাবে। সিলেট থেকে ঢাকার উদ্দেশে বিকেল ৪টায় পারাবত এক্সপ্রেস এবং রাত পৌনে ১০টায় উদয়ন এক্সপ্রেস যাত্রা করবে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেস বিকেল ৫টায় ছাড়বে, আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসবে সকাল ৭টায়।

ঢাকা থেকে টাঙ্গাইলের ভুঞাপুরগামী জামালপুর এক্সপ্রেস নতুন সূচি অনুযায়ী বিকেল সোয়া ৫টায় ছাড়বে। চট্টলা এক্সপ্রেস চট্টগ্রাম থেকে সকাল ৬টায় ঢাকার উদ্দেশে রওনা দেবে, আর ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছাড়বে দুপুর সোয়া ২টায়।

এছাড়া, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস সকাল ১০টা ২০ মিনিটে এবং সৈকত এক্সপ্রেস রাত ৮টায় ছেড়ে যাবে। মহানগর গোধূলী বিকেল ৩টায়, মহানগর এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টায় এবং তূর্ণা নিশীথা রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওপিএস) মো. শহিদুল ইসলাম ট্রেনগুলোর সময়সূচি পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ