মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
জামায়াতের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার প্রশ্নই আসে না: নাসীরুদ্দীন পাটওয়ারী ময়মনসিংহে ইসলামি বইমেলা শুরু ১৩ নভেম্বর ভারতের পুনে দুর্গে নামাজ আদায় করা নিয়ে দেশভর তোলপাড় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের আরও ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: শায়খে চরমোনাই কুমিল্লা থেকে প্রকাশিত 'বাংলাদেশ' নামের পত্রিকা : স্বাধীনতার ৩৩ বছর আগের এক ঐতিহাসিক দলিল ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিল হওয়ার খবরটি ভুল : পররাষ্ট্র উপদেষ্টা নাতির কাছে কায়দা শিখছেন অভিনেতা মিশা সওদাগর জামায়াত সেক্রেটারি পরওয়ারের বক্তব্য ঔদ্ধত্যপূর্ণ: এনসিপি ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস এ৩৩০ সম্পন্ন হলো আবু ত্বহা ও সাবিকুন নাহারের তালাক

তরুণ আলেম প্রজন্ম-২৪ এর কার্যকরী পরিষদ গঠন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরুণ আলেম প্রজন্ম-২৪ এর কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনা মোতাবেক এই কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ২ তারিখ রোববার কার্যকরী পরিষদের সভাপতি এহসানুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই হাজার চব্বিশ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের মধ্য দিয়ে এই দেশ দীর্ঘ ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তি লাভ করেছে। অভ্যুত্থানে সাধারণ ছাত্র সমাজের পাশাপাশি এই দেশের মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও আলেম সমাজও ব্যাপকভাবে অংশগ্রহণ করে আত্মত্যাগের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। হাজারখানেক আলেম-শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার পাশাপাশি প্রায় ৯০ জন আলেম ও মাদ্রাসা শিক্ষার্থী এই অভ্যুত্থানে শহীদ হয়েছেন।

বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, অভ্যুত্থানে আলেম-শিক্ষার্থীদের অবদান কে সমুন্নত রাখতে অভ্যুত্থানের চেতনায় বৈষম্যহীন নতুন বাং লাদেশ বিনির্মাণের সম্মিলিত প্রচেষ্টা কে বেগবান করতে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়। ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নির্বাহী পরিষদের সদস্য হিসেবে প্রাথমিকভাবে ৪৭ জনকে রাখা হয়েছে। পরবর্তীতে সংগঠনের কার্যক্রম আরো গতিশীল করতে একটি কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত নেয় নির্বাহী পরিষদ। নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে গৃহীত প্রস্তাবনা মুতাবেক তরুণ আলেম প্রজন্ম-২৪ এর কার্যকরী পরিষদ গঠন করা হয়। কার্যকরী পরিষদের সভাপতির পদে আছেন এহসানুল হক। সাধারণ সম্পাদক হুজাইফা ইবনে ওমর।

সভাপতি পরিষদে অন্যরা হলেন, এখলাছুর রহমান রিয়াদ, আশরাফ উদ্দিন মাহদী, শেখ ফজলুল করীম মারুফ, বিলাল আহমাদ চৌধুরী, মাবরুরুল হক ও এহতেশামুল হক সাখী।

সাধারণ সম্পাদক পরিষদের অন্যরা হলেন, শরীফ হুসাইন, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ, শেখ সাদী।

এছাড়া সাংগঠনিক সম্পাদক জামিল সিদ্দিকী, অর্থ সম্পাদক সানাউল্লাহ খাঁন, সহ অর্থ সম্পাদক মাহমুদ হাসান, প্রশিক্ষণ সম্পাদক আব্দুল করীম নোমানী, সমাজ কল্যাণ সম্পাদক নাজমুল হাসান,  ছাত্র কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম আইনী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কে এম তাহমীদ হাসান, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক যিমামুল হক, শিক্ষা ও গবেষণা সম্পাদক কালিম মাহফুজ, সহ শিক্ষা ও গবেষণা সম্পাদক ইলিয়াস নোমান,  তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুল্লাহ তামিম, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাহমুদুল হাসান সাগর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুহ বিন হুসাইন, দপ্তর সম্পাদক রশিদ আহমদ তকি।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ