মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ।। ৫ কার্তিক ১৪৩২ ।। ২৯ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
আদর্শ সমাজ বিনির্মানে আলেম-ওলামা ও সমাজের বিশিষ্টজনদের এগিয়ে আসতে হবে : আব্দুল আউয়াল ‘নির্বাচনে খুব একটা উৎসাহিত না, করলে তিনটি আসনের কোনোটিতে করব’ রুপসার ইলাইপুরে হাতপাখা প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন নির্বাচনে এআইয়ের অপব্যবহার রোধে কেন্দ্রীয় সেল গঠনের ঘোষণা সিইসির ব্রাহ্মণবাড়িয়ায় মসজিদের অজুখানা নিয়ে সংঘর্ষ : আহত ২০, গ্রেফতার ৪ ইসলামি দলগুলো আদর্শিক দেউলিয়াপনার পরিচয় দেয় কেন? দলের অসুস্থ নেতাকে দেখতে গেলেন জমিয়ত সভাপতি দাবি না মানলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা করবেন ইবতেদায়ি শিক্ষকরা কুয়েতে মসজিদে সিসি ক্যামেরা বসাতে বিশেষ নির্দেশনা ধর্ম অবমাননা কাঠামোগত ইসলামবিদ্বেষের ফল

বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতাকে ছুরিকাঘাত, প্রতিবাদে থানা ঘেরাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গাইবান্ধার তিন নেতা আহত হয়েছেন। আহতদের মধ্যে সংগঠনের জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম আকাশের অবস্থা গুরুতর।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে বাণিজ্য মেলায় এই হামলার ঘটনা ঘটে। হামলার প্রতিবাদে শহরের ডিবি রোডে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাত ১২টার দিকে গাইবান্ধা সদর থানা ঘেরাও করেন তারা।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাসব্যাপী বাণিজ্য মেলার শেষ দিনে ছাত্রনেতা শরিফুল ইসলাম আকাশ, মেহেদী হাসান ও যুগ্ম সদস্য সচিব শেফাউর রহমান মেলায় ঘুরতে যান। এ সময় একটি দোকানে এক নারীকে হেনস্তা করা হচ্ছিল দেখে তারা বাধা দেন। এতে ক্ষুব্ধ হয়ে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। হামলাকারীদের ছুরিকাঘাতে তিনজনই গুরুতর আহত হন। শরিফুল ইসলামের পেটের একটু ওপর থেকে প্রায় ৫০টি সেলাই দিতে হয়েছে। অন্য দুজনকেও চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের রাতেই গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সংগঠনটির গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ মিয়া বলেন, ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। এটি গণতান্ত্রিক আন্দোলন দমনের একটি ন্যাক্কারজনক প্রচেষ্টা। আমরা হামলাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত বাকিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

এদিকে এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে সম্পৃক্ত সব হামলাকারীকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা পৌর শহীদ মিনার চত্বরে সকাল ১০টার দিকে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।

এনআরএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ