মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

ময়দানমুখি মুসল্লিরা, উদ্দেশ্য; বৃহত্তম জুমায় অংশ নেওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গাজীপুরে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপে আজ শুক্রবার (৩১ জানুয়ারি) অনুষ্ঠিত হবে দেশের বৃহত্তম জুমার জামাত। লাখো মুসল্লির সঙ্গে জুমার জামাতে অংশ নিতে ময়দানে যাচ্ছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে প্রথম পর্বের প্রথম দিনের ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, শুক্রবার (৩১জানুয়ারী) সকালে ফজরের নামাজের পর আম বয়ান করেছেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। তাৎক্ষণিকভাবে তা বাংলায় অনুবাদ করছেন মাওলানা নুরুর রহমান।

পৌনে ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল করা হয়েছে। তালিমের আগে মোজাকারা (আলোচনা) করেন ভারতের মাওলানা জামাল সাহেব। এ ছাড়া বিশেষ কিছু অনুষ্ঠান হয়েছে। যেমন, সকাল ১০টায় শিক্ষকদের বয়ানের মিম্বারে বয়ান করেছেন ভারতের মাওলানা ফারাহিম সাহেব। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বারে বয়ান করেছেন প্রফেসর আব্দুল মান্নান সাহেব, খাওয়াছদের (গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ) মাঝে টিনশেড মসজিদে বয়ান করেছেন  ভারতের মাওলানা আকবর শরিফ সাহেব।

এর পরপরই দেশের সর্ববৃহৎ জুমার নামাজে প্রস্তুতি নেওয়া হয়েছে। জুমার নামাজে ইমামতি করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের সাহেব।

এদিকে দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে সকাল থেকেই ইজতেমা ময়দানের উদ্দেশে মুসল্লিদের ঢল নেমেছে। ইজতেমায় অংশ নিতে না পারলেও দেশের বৃহত্তম জুমার নামাজে অংশ নিতে ময়দানমুখী হয়েছে ঢাকা ও গাজীপুরের আশপাশের কয়েকটি জেলার মানুষ।

শুক্রবার ফজরের পরপরই দেশের বৃহত্তম জুমার জামাতে অংশ নিতে নারায়ানগঞ্জ থেকে ইজতেমা ময়দানের উদ্দেশে রওনা দিয়েছেন শাহাদত হোসেন। তিনি বলেন, আমাদের মহল্লা থেকে আমরা ১০ জন দেশের বৃহৎ জুমার নামাজে অংশ নিতে ময়দানে এসেছি। প্রাইভেট কোম্পারি চাকরি, ছুটি না থাকায় ইচ্ছে করেও ইজতেমায় অংশ নিতে পারি না। তাই জুমার নামাজে অংশ নিতে এসেছি।

ইজতেমার আয়োজকরা জানান, এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে দুই ধাপে। এর মধ্যে ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত হবে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশগ্রহণ করবেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামী ৩ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নেবেন ২২ জেলা ও ঢাকার বাকী অংশের মুসল্লিরা। দুই ধাপের আখেরি মোনাজাত হবে যথাক্রমে আগামী ২ ফেব্রুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি।

এমএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ