বুধবার, ১৬ জুলাই ২০২৫ ।। ১ শ্রাবণ ১৪৩২ ।। ২১ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
বিএনপির সঙ্গে ইসলামী আন্দোলনের বিরোধ কেন, কখন থেকে শুরু? জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রামে দোয়া মাহফিল জমিয়ত উত্তরা জোনের ‘জুলাই সম্মেলন’ স্থগিত ‘গোপালগঞ্জের ঘটনার দায় সরকার ও প্রশাসনকে নিতে হবে’ ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে তাদের মূলোৎপাটন প্রয়োজন: হেফাজত ‘মুফতি আবরারের বিরুদ্ধে মিথ্যা মামলা উস্কানি ও ষড়যন্ত্রের অংশ’ ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে লংমার্চ টু গোপালগঞ্জ: ইনকিলাব মঞ্চ জুলাই শহীদদের স্মরণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পাঠকমেলার বৃক্ষরোপণ কর্মসূচি গোপালগঞ্জে এনসিপির সমাবেশ ঘিরে সহিংসতা, নিহত ৪ জীবন-মৃত্যুর পরিস্থিতি না হলে সাধারণ মানুষ ঘর থেকে বের হবেন না: আসিফ

উত্তরায় সাদপন্থীদের নিষিদ্ধ ও বিচারের দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

টঙ্গীর ইজতেমা ময়দানে তাবলিগ জামাতের শুরায়ী নেজামের সদস্যদের ওপর হামলার ঘটনায় সাদপন্থীদের গ্রেফতার, দৃষ্টান্তমূলক শাস্তি ও নিষিদ্ধের দাবিতে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বাদ জুমা উত্তরা খালপাড় মোড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হাজার হাজার তওহিদি জনতা ও তাবলিগের সাথী উপস্থিত ছিলেন।

প্রথমে উত্তরা এলাকার বিভিন্ন মসজিদ থেকে ছোট ছোট মিছিল বের হয়ে উত্তরা খালপাড় মোড়ে জমায়েত হয়। পরে রাজধানীর তুরাগ এবং বৃহত্তর উত্তরার সর্বোচ্চ উলামা-মাশায়েখ পরিষদ ও সর্বস্তরের তওহিদি জনতার ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এরপর প্রতিবাদ সভা ও স্মারকলিপি দেওয়া হয়।

প্রতিবাদ সভায় বক্তারা টঙ্গীর ইজতেমার ময়দানে গভীর রাতে সন্ত্রাসী সাদপন্থীদের হামলায় ৪ জন শহীদ এবং অসংখ্য আহত ও নিখোঁজের প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, শাস্তি এবং তাদের নিষিদ্ধের দাবি জানান।

প্রতিবাদ সমাবেশে আলেমরা চলতি বছর থেকে শুরু করে আগামীতে বিশ্ব ইজতেমা মাঠে শুধুমাত্র মূলধারার শুরায়ি নেজাম পরিচালিত তাবলিগ জামাতের ইজতেমা করতে দেওয়া কথা বলেন এবং সাদপন্থীদের কাকরাইল মসজিদসহ বিশ্ব ইজতেমা মাঠে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে না দেওয়ার দাবি করেন।

সমাবেশে মুফতি মুহিউদ্দীন মাসুম, মুফতি আহমদ শফি, মুফতি হাবিবুর রহমান, ব্যারিস্টার মাওলানা মাহবুবুল হক লোকমান, মাওলানা মোস্তাকিম, মাওলানা শহীদুল ইসলাম, মুফতি জাফর আহমদ, মুফতি মেহেদি হাসান ও মাওলানা লিয়াকত আলী বক্তব্য রাখেন।

এ সময় বৃহত্তর উত্তরা এলাকার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও তাবলিগের মুরব্বিরা উপস্থিত ছিলেন।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ