বৃহস্পতিবার, ০১ মে ২০২৫ ।। ১৮ বৈশাখ ১৪৩২ ।। ৩ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শ্রমিকদের অবস্থা পরিবর্তন না করে বাংলাদেশ গড়া সম্ভব নয় : প্রধান উপদেষ্টা ৬ষ্ঠ বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকুক শিগগিরই ইস্যু হচ্ছে হেফাজতের মহাসমাবেশ সফল করতে হাটহাজারী মাদরাসার মহাপরিচালকের আহ্বান ইসরায়েলে আগুন ছড়িয়ে পড়েছে শ্রমিকের অধিকার ও মর্যাদা  নিশ্চিত করতে হবে: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ‘ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ’ কীভাবে সংকলিত হয়, কেন গুরুত্বপূর্ণ সৌদি পৌঁছেছেন সাড়ে ৯ হাজার হজযাত্রী ‘আমরা প্রস্তুত, পরীক্ষা নিও না’ হুঁশিয়ারি পাকিস্তান সেনাবাহিনীর উপন্যাসে মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত তুলে ধরেন তিনি দারুল উলূম রামপুরার কেনা জায়গা দখলের পাঁয়তারা, নির্মাণকাজে বাধা

টঙ্গী ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম বলেছেন, গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে হত্যাকাণ্ডে জড়িতদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমি প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের যে চার জন ভাই গতরাতে শহীদ হয়েছেন, আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করেন। আর যারা আহত হয়েছেন, তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। তাদের সুকিচিৎসার জন্য যদি কোনো ব্যবস্থা নিতে হয় আমরা অবশ্যই নেব।

এসময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকাণ্ডে যারা জড়িত, তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গাজীপুরে টঙ্গীতে বিশ্ব ইজতেমা এবার দুই পর্বে হবে কিনা, তা তাবলিগের দুই পক্ষের মুরুব্বিরা বসে সিদ্ধান্ত নিক।

তিনি জানান, বিবদমান গ্রুপগুলোর আলোচনা চলছে এবং সরকার চায়, তারা আলোচনা করেই সিদ্ধান্ত নিক।

বৈঠক শেষে শুরায়ে নেজামের প্রতিনিধিত্বকারী মাওলানা মামুনুল হক বলেন, সাদপন্থীরা সন্ত্রাসী, তাদের নিষিদ্ধ করতে হবে। এবার তারা মানুষ হত্যা করেছে। তাদের ইজতেমা করার কোনো অধিকার নেই।

তিনি বলেন, টঙ্গী অভিমুখে লংমার্চ কর্মসূচির সিদ্ধান্ত আলোচনা করে নেওয়া হবে। সাদপন্থীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নিলে এবং তাদের ইজতেমার অনুমতি দিলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ