শুক্রবার, ০২ জানুয়ারি ২০২৬ ।। ১৮ পৌষ ১৪৩২ ।। ১৩ রজব ১৪৪৭


 ‘আলেমদেরকে আন্দোলনে যুক্ত করার চেষ্টা হয়েছিল, তারা ফাঁদে সাড়া দেননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান অস্থিরতায় আলেম সমাজকে যুক্ত করার চেষ্টা হয়েছিল বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তবে সেই ফাঁদে আলেম-ওলামা সাড়া দেননি বলে জানান তিনি।

আজ শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে আলেম-ওলামাদের আয়োজনে মানববন্ধনে এমন অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচারে সরকার বদ্ধপরিকর। কাউকেই ছাড় দেয়া হবে না।

পররাষ্ট্রমন্ত্রী জানান, আহতদের চিকিৎসাসহ যাবতীয় দায়িত্ব সরকার নেবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের কোনও হয়রানি করা হবে না বলেও বক্তৃতায় উল্লেখ করেন তিনি।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ