টানা ২বছর ইংল্যান্ড এবং ওয়েলসে সবচেয়ে জনপ্রিয় নাম "মোহাম্মদ"
প্রকাশ:
০৭ আগস্ট, ২০২৫, ০৮:৫৭ রাত
এম. মোশাররফ হোসাইন |
![]()
যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্য অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে টানা দ্বিতীয় বছরের মতো নবজাতক ছেলেদের সবচেয়ে জনপ্রিয় নাম হিসাবে রয়েছে মোহাম্মদ। সূত্র: দ্য সান। সংবাদপত্রটি জানিয়েছে যে ২০২৪ সালে ৫,৭২১ জনেরও বেশি শিশুর নাম রাখা হয়েছিল "মোহাম্মদ" এছাড়া ৪,১৩৯টি নাম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে "নোয়া" । সূত্রটি আরও জানায়, আদমশুমারীর এ গণনায় আরবি নামের "মুহাম্মদ"-এর মাত্র একটি বানান (Muhammad) গণনা করা হয়েছে। উল্লেখ্য, একই বছরে ১,৭৬০ জন নবজাতকের একই নাম রাখা হয়েছিল, কিন্তু সেটা ভিন্ন বানানে (Mohammed) ছিল । যার ফলে এই নাম ধারণকারী নবজাতকের মোট সংখ্যা ৭,৪৮১ এ পৌঁছেছে। এর আগে ২০২৩ সালে "মোহাম্মদ" ছিল সবচেয়ে জনপ্রিয় নাম, সেসময় এ নাম ছিল (উভয় বানান সহ) ৬,২৬২ জন শিশু ছেলের। এছাড়া, ২০২৩ সালের এক গবেষণা অনুসারে, নবী মুহাম্মদের নাম বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় পুরুষ নাম হতে পারে জানিয়েছেন এক ফরাসি গবেষক। |