বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শোক বই খোলা হয়েছে। এতে শোকবার্তা ও সমবেদনা জানিয়ে স্বাক্ষর করেছেন ১২ দলীয় জোটের শীর্ষ নেতা, জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) মহাসচিব মাওলানা ড. গোলাম মুহিউদ্দীন ইকরাম।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন।
এদিকে শোক বইয়ে স্বাক্ষর করেছেন শীর্ষ নেতাদের অনেকেই। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন ইসলামি দলের প্রতিনিধিরাও শোক ও সমবেদনা জানাতে ছুটে যান বিএনপির গুলশান কার্যালয়ে।
দীর্ঘদিন জটিল রোগে ভুগে গতকাল মঙ্গলবার ভোর ৬টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খালেদা জিয়া। আজ বাদ জোহর জানাজা শেষে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
আরএইচ/