সোমবার, ২০ মে ২০২৪ ।। ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ ।। ১২ জিলকদ ১৪৪৫


ফিলিস্তিন বিষয়ক হাসান আল মাহমুদ- এর গুচ্ছ ছড়া-কবিতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

১. আসুক বিজয় এবার       

রক্তের দাগ রক্ত দিয়েই
শোধতে হবে ঋণ
আর কত কাল বিজয় ছাড়া
থাকবে ফিলিস্তিন। 

নারায়ে তাকবির 
আল্লাহু আকবার 
জেগেছে হামাস মুক্তিযোদ্ধা 
আসুক বিজয় এবার।

আর কত কাল ভাই ও বোনের
দেখতে হবে লাশ
আর কত কাল পড়বে বোমা
করবে সর্বনাশ

আর কত কাল থাকতে হবে
বন্দি-পরাধীন
আর কত কাল বিজয় ছাড়া
থাকবে ফিলিস্তিন। 

নারায়ে তাকবির 
আল্লাহু আকবার 
জেগেছে হামাস মুক্তিযোদ্ধা 
আসুক বিজয় এবার।

আর কত কাল দখলকারী
ইহুদিবাদিরা
আল-আকসা রুদ্ধ করে
ওই অপরাধীরা

ছুঁড়বে গুলি, নিবে খুলি
করবে জীবন লীন
আর কত কাল বিজয় ছাড়া
থাকবে ফিলিস্তিন। 

নারায়ে তাকবির 
আল্লাহু আকবার 
জেগেছে হামাস মুক্তিযোদ্ধা 
আসুক বিজয় এবার।


২. ঠিক যত কাল

আর কত কাল রক্ত নদী
ভরবে ফিলিস্তিনে
তরুণ, যুবা, কিশোর, নারী
মরবে প্রতিদিনে।

আর কত কাল ফিলিস্তিনের 
বোনটি কেঁদে যাবে
ঠিক যত কাল বীর মুসলমান
ঘুমিয়ে কাটাবে।

৩. তোরাই আসল জঙ্গি

যখন তখন ফিলিস্তিনে
হামলা করে ওরা
মানবতার ধ্বজাধারী 
ঘুমিয়ে থাকিস তোরা।

কস না কিছু আঙ্গুল তুলে
হস জালিমের সঙ্গী
মানবতার খুনি তোরা
তোরাই আসল জঙ্গি।

৪. হামাসেরা জাগে

জালিমেরা জুলুমের জ্বালাতনে কাশে
শহীদেরা মরে নাতো শহীদেরা হাসে।

এই হাসি হাসি নয় এই হাসি সুখ
এই হাসি ক্ষয়ে দেয় অনন্ত দুখ।

এই হাসি হাসবার যোগ্যতা লাগে
এই হাসি হাসতেই হামাসেরা জাগে।

৫  মুমিন-কাফের

মুমিনেরা খেয়ে মার ওঠে আরো জেগে
কাফেরেরা মৃত্যুর ভয়ে যায় ভেগে।

ঈমানের ফুলকিতে মুমিনের মন
ভীত নয় পুলকিত থাকে সারাক্ষণ
শহীদি মৃত্যুতে পায় খুঁজে সুখ
থাকে নাতো আর কোনো অনন্ত দুখ।

কাফেররা মৃত্যুর ভয়ে জড়োসড়ো 
কখন না হামলায় যায় নিজ ধড়ও।
এই ভয়ে শঙ্কিত মনে নাই বল
ঠুস ঠাস দেখালেও তারা দুর্বল।

মুমিনেরা ঈমানের বলে পায় জয়
কাফেরের ইহ-পরকালে পরাজয়।

৬. জাগবে ভাগবে

বিশ্ব মুসলিম জাগে না
তাইতো জালিম ভাগে না
বিশ্ব মুসলিম জাগবে
জালিম সেদিন ভাগবে।

৭. নামছে না কেনো মুক্তিকামী ঢল

ওরা থামায়নি যুদ্ধ 
হয়নি এখনো  শুদ্ধ 
আমরা কেনো হাল ছেড়েছি 
করতে প্রতিরুদ্ধ! 

ওরা চাচ্ছে না ভালো
যাচ্ছে ছড়িয়ে কালো
আমরা কেনো জ্বালাচ্ছি না
আলোর মশালও!

ওরা মারছে বোমা ইশ
ওরা মধ্যপ্রাচ্যের বিষ
মূলোৎপাটন করতে ওদের
জাগছে না কেনো দিশ!

ওরা বিচ্চু-সাপের দল
দুর্গন্ধ আঠালো নল
এখনো কেনো নামছে না বলো
মুক্তিকামী ঢল!

৮. বন্ধ করুক তেল

বন্ধ করুক তেল
থাকবে না আর বেল
মিটে যাবে ওদের সকল
ফন্দি এবং খেল।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ