রাজধানীর গেন্ডারিয়ার ঢালকানগরে অবস্থিত মাদরাসা বাইতুল উলুমে জরুরি ভিত্তিতে একজন বোর্ডিং সুপার নিয়োগ দেওয়া হবে।
প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগ্রহী প্রার্থীদের অবশ্যই কোনো স্বনামধন্য দ্বীনি প্রতিষ্ঠানে বোর্ডিং সুপারভাইজার হিসেবে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহীদের আগামী ১৫ মে ২০২৫ তারিখের মধ্যে জীবনবৃত্তান্ত জমা দিতে অনুরোধ করা হয়েছে। আবেদনপত্র হোয়াটসঅ্যাপেও পাঠানো যাবে।
যোগাযোগের:
• মাওলানা হাবিবুল্লাহ মিসবাহ (নাযেমে তালীমাত): ০১৯১৮-৮৬৩০৫৬
• মাওলানা সালমান আহমাদ (মুঈনে মুহতামিম): ০১৭০৩-০৮৫৯১৩
• জনাব আবু বকর সিদ্দিক (অফিস পরিচালক): ০১৯১৮-৪৮৯৭৪২
প্রতিষ্ঠানটির ঠিকানা: ৭৬/৮৩-এ, ঢালকানগর, গেন্ডারিয়া, ঢাকা-১২০৪, বাংলাদেশ।