বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪ ।। ২৬ বৈশাখ ১৪৩১ ।। ১ জিলকদ ১৪৪৫


লক্ষ্মীপুরের মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়ায় একাধিক পদে শিক্ষক আবশ্যক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হাবিব মুহাম্মাদ
লক্ষ্মীপুর প্রতিনিধি


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়া রাখালিয়ায় বিভিন্ন পদে একাধিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

এক.
পদের নাম:  কিতাব বিভাগ শিক্ষক
পদসংখ্যা: ৩ জন (মাদানি নেসাব ২,  কদীম নেসাব ১)
যোগ্যতা: নির্ভর্যোগ্য প্রতিষ্ঠানের ফারেগ । দাওরায়ে হাদিস এবং যেকোনো বিভাগে তাখাসসুস পড়ুয়া। দাওরায়ে হাদিস পর্যন্ত যেকোনো কিতাব পড়ানোর যোগ্যতা থাকতে হবে।

দুই.
পদের নাম :  হিফজ শিক্ষক  
পদসংখ্যা: ১ জন 
যোগ্যতা: নির্ভর্যোগ্য প্রতিষ্ঠানে হিফজ পড়েছেন। হুফফাজের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

তিন.
পদের নাম : নূরানী আবাসিক শিক্ষক 
পদসংখ্যা:  ২ জন
যোগ্যতা: নির্ভর্যোগ্য প্রতিষ্ঠানে পড়েছেন। কারী বেলায়েত সাহেবের নূরানী প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।

প্রসঙ্গত, 'মাদরাসাতুদ দাওয়াহ আল-ইসলামিয়া' লক্ষ্মীপুর জেলাধীন রায়পুর থানার রাখালিয়া ইউনিয়নে অবস্থিত। এটি মাদানি নেসাব সিলেবাসের একটি কওমি মাদরাসা। রাখালিয়া বাজার সংলগ্ন নিরিবিলি ও মনোরম পরিবেশে ঘেরা মনোমুগ্ধকর একটি প্রতিষ্ঠান। এতে রয়েছে নূরানী, নাজেরা, হিফজ বিভাগসহ জালালাইন জামাত পর্যন্ত কিতাব বিভাগ। মাদরাসার আবাসিক-অনাবাসিক শিক্ষার্থী সংখ্যা মোট ৬ শতাধিক। স্টাফ সংখ্যা প্রায় ৩০ জন।

সার্বিক যোগাযোগ- 
মুফতি নূরদ্দীন
পরিচালক, উক্ত মাদরাসা  
মুঠোফোন- 01712300202- 01612300202
 

বি.দ্র.
★যোগ্য ও অভিজ্ঞদেরকে  প্রধান্য দেওয়া হবে। 
★হাদিয়া আলোচনা সাপেক্ষে 
★ মাসে ৩ দিন ছুটি, মাসের শুরুতে অজিফা, বাৎসরিক ছুটি না কাটালে ১ মাসের হাদিয়াসহ আরো সুযোগ সুবিধা রয়েছে।

কেএল/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ