শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩২ ।। ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৭


ভূমিকম্প দিয়ে আল্লাহ ধ্বংস করেছিলেন যে জাতিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে তীব্র ভূমিকম্প অনুভূত হয়। নরসিংদীর মাধবদী কেন্দ্রবিন্দুতে মধ্যম মাত্রার এই ভূমিকম্পের তীব্রতা রিখটার স্কেলে ৫.৭, যা মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা অনুযায়ী ৫.৫। এর ফলে রাজধানীর বিভিন্ন স্থানে তিনজন নিহত হয়েছেন, এবং বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে।

কোরআন-হাদিসে বলা হয়েছে, পৃথিবীতে যখন অশ্লীলতা, অন্যায়, বেহায়াপনা ও পাপের বিস্তার ঘটে, তখন মানুষ ভূমিকম্পসহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হতে পারে। এক হাদিসে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, এই জাতির ওপর কম্পন, বিকৃতি এবং পাথরবর্ষণ হবে, বিশেষ করে তখন যখন গায়িকা, বাদ্যযন্ত্র ও মদ্যপান ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে (তিরমিজি : ২২১২)।

ইতিহাসে আল্লাহ সতর্কবার্তা না মানা জাতিকে কঠোর শাস্তি দিয়েছেন। এর মধ্যে হজরত লূত (আ.)-এর সম্প্রদায় বিশেষভাবে উল্লেখযোগ্য। তারা সমকামীতার মতো বিকৃত আচারে লিপ্ত ছিল এবং আল্লাহর নবীকে অবাধ্যতা দেখিয়েছে। কোরআনে বর্ণিত হয়েছে, লূত (আ.) তাদেরকে সতর্ক করেছিলেন, কিন্তু তারা নবীর কথা না শুনে আরও পাপাচারে যুক্ত হয়।

পরবর্তীতে ভোরবেলায় আল্লাহ তাদের নগর ধ্বংস করে দেন। কোরআনে বর্ণিত হয়েছে, নগরটি উল্টো হয়ে ধ্বসিত হয় এবং পাথরের বর্ষণে সকল পাপী ধ্বংস হয় (সুরা হুদ : ৮২)। এই মহাপ্রলয়ের ফলে কেউ রেহাই পায়নি।

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ইতিহাসে যেমন আল্লাহ কিছু জাতিকে প্রাকৃতিক বিপর্যয়ের মাধ্যমে সতর্ক করেছেন, তেমনি বর্তমান পৃথিবীতেও মানুষকে নিজেদের পাপ ও অনৈতিক আচারের প্রতি লক্ষ্য রাখতে হবে।

এনএইচ/


সম্পর্কিত খবর