রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১৫ নভেম্বর যে খতমে নবুওয়ত মহাসম্মেলন আহ্বান করা হয়েছে তা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে নূরানী তালীমুল কুরআন বোর্ড।
মঙ্গলবার (১১ নভেম্বর) এক বার্তায় বোর্ডের পক্ষ থেকে পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন এই আহ্বান জানান।
নূরানীর প্রতিষ্ঠাতা আল্লামা কারী বেলায়েত রহ.-এর সাহেবজাদা মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন বলেন, খতমে নবুওয়তের সঙ্গে কোনো মুসলমান আপস করতে পারে না। আমাদের আকাবির ও আসলাফ যুগে যুগে এর পক্ষে এবং ভণ্ড নবুওয়তের দাবিদারদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন। আমাদেরও উচিত এই ইস্যুতে সরব থাকা।
মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, এদেশে কাদিয়ানি গোষ্ঠী দীর্ঘদিন যাবত মানুষের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের তৎপরতা রোধ করা না গেলে সাধারণ মানুষের ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। এজন্য অনতিবিলম্বে তাদের অমুসলিম ঘোষণা করতে হবে।
এ সময় তিনি কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আহুত মহাসমাবেশে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান। বিশেষ করে নূরানী তালীমুল কুরআন বোর্ডের সঙ্গে সারাদেশে যারা যুক্ত সবাইকে এই মহাসমাবেশে যোগ দেওয়ার তাগিদ দেন।
এলএইস/