শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫ ।। ২৫ আশ্বিন ১৪৩২ ।। ১৮ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
গণভোটের মাধ্যমেই জুলাই সনদের আইনী ভিত্তি দিতে হবে: ড. আহমদ আবদুল কাদের শ্রমিক মজলিসের সেমিনার অনুষ্ঠিত কুমিল্লাকে বিভাগ ঘোষণার দাবি মুরাদনগর উপজেলা জমিয়তের নামাজ চলাকালীন গান-বাজনার মাধ্যমে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয়েছে: মাওলানা আবদুর রব ইউসুফী  পিআরসহ ৫ দফা দাবীতে ঢাকাসহ সকল বিভাগীয় শহরে গণমিছিল পিআর পদ্ধতিতেই আগামী জাতীয় নির্বাচন দিতে হবে: পীর সাহেব চরমোনাই ‘পিআর পদ্ধতির নির্বাচন আদায়ে শেষ দিন পর্যন্ত লড়াই করবে ইসলামী আন্দোলন’ জুলাই সনদ বাস্তবায়নে নির্বাচনী তফসিলের পূর্বেই গণভোট দিতে হবে: নেজামে ইসলাম পার্টি লালবাগ কেল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে গ্রুপ মেডিটেশন ও ইয়োগা অনুষ্ঠান ইসরায়েলি সেনারা সরছে, নিজ ভূমিতে ফিরছে ফিলিস্তিনিরা

মৃত্যুর পরও যে আমলের সওয়াব চলতে থাকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জীবন ও মৃত্যু—মানবজীবনের অবিচ্ছেদ্য দুটি অধ্যায়। একটি পার্থিব, অপরটি পরলৌকিক ও অনিবার্য। মানুষ মৃত্যুর আগে যে নেক আমল সম্পাদন করে, তার প্রতিদান আল্লাহ তাআলা আখেরাতে প্রদান করবেন। তবে এমন কিছু বিশেষ আমল আছে, যেগুলোর সওয়াব মৃত্যুর পরও অব্যাহত থাকে—অর্থাৎ কবরেও যার প্রতিদান প্রবাহিত হতে থাকে।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন,

“যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, যাতে তিনি তোমাদের পরীক্ষা করতে পারেন—তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ।”

(সুরা আল-মুলক, আয়াত ০২)

হাদিসে এসব চলমান আমল (সদকায়ে জারিয়া) সম্পর্কে বিস্তারিত বর্ণনা এসেছে। নিচে সেসব আমল সংক্ষেপে তুলে ধরা হলো—

ইলম শিক্ষা দেওয়া

রাসুল (সা.) বলেছেন,

“যে ব্যক্তি অন্যকে ইলম শিক্ষা দিল, সে ব্যক্তি যতদিন পর্যন্ত সেই ইলম অনুযায়ী আমল হবে, ততদিন পর্যন্ত সমপরিমাণ সওয়াব তার আমলনামায় যুক্ত হতে থাকবে।”

(ইবনু মাজাহ, হাদিস : ২৪০)

সৎ সন্তান রেখে যাওয়া

রাসুল (সা.) বলেন,

“মানুষ মৃত্যুবরণ করার পর চারটি আমলের সওয়াব অব্যাহত থাকে—

(১) সীমান্ত পাহারা,

(২) ভালো কাজ চালু করে যাওয়া,

(৩) চলমান দান (সদকায়ে জারিয়া),

(৪) এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।”

(মুসনাদ আহমাদ, হাদিস : ২২২৪৭)

মসজিদ নির্মাণ

“যে ব্যক্তি আল্লাহর জন্য মসজিদ তৈরি করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর তৈরি করেন।”

(মুসলিম, হাদিস : ১২১৮)

কোরআন বিতরণ

যে ব্যক্তি পবিত্র কোরআন বিতরণ করে, যতদিন তা পাঠ করা হবে, ততদিন তার সওয়াব চলতে থাকবে।

(মুসনাদুল বাজ্জার : ৭২৮৯)

গাছ রোপণ করা

“কোন মুসলিম যদি বৃক্ষরোপণ করে, এবং মানুষ বা পাখি যদি তা থেকে খায়, তাও তার জন্য সদকাহ গণ্য হয়।”

(মুসলিম, হাদিস : ৪০৫০)

অভাবগ্রস্তদের জন্য ঘর তৈরি করা

“যে ব্যক্তি দরিদ্রের জন্য আশ্রয়স্থল তৈরি করে দেয়, তার জন্য মৃত্যুর পরও সওয়াব অব্যাহত থাকে।”

(ইবনু খুযাইমাহ : ২৪৯)

খাওয়ার পানির ব্যবস্থা করা

রাসুল (সা.) বলেন,

“প্রত্যেক সজীব প্রাণীকে পানি পান করানোর জন্য সওয়াব রয়েছে।”

(বুখারি, হাদিস : ৬০০৯)

 সীমান্ত রক্ষা করা

“যে ব্যক্তি ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দিতে গিয়ে মৃত্যুবরণ করে, তার আমল ও রিজিক মৃত্যুর পরও চলতে থাকে।”

(ইবনু মাজাহ, হাদিস : ২২৩৪)

 প্রবাহিত পানির ব্যবস্থা করা

“যে ব্যক্তি পানির ঝর্ণা তৈরি করে, তার জন্য জান্নাত নির্ধারিত।”

(বুখারি, হাদিস : ২৭৭৮)

 আল্লাহর দিকে আহ্বান (দাওয়াত) দেওয়া

“যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে আহ্বান করে, তার জন্য তাদের সমপরিমাণ সওয়াব নির্ধারিত হয়।”

(মুসলিম, হাদিস : ৬৯৮০)

 কল্যাণকর বই বা কিতাব রচনা

“ভালো কাজে দিকনির্দেশনা প্রদানকারী ব্যক্তি সেই কাজের করণকারীর সমপরিমাণ সওয়াব লাভ করে।

(তিরমিজি, হাদিস : ২৬৭০)

 সদকায়ে জারিয়া

“মানুষ মৃত্যুবরণ করলে তার সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি অব্যাহত থাকে—

(১) সদকায়ে জারিয়া,

(২) এমন ইলম, যার দ্বারা উপকার হয়,

(৩) এমন নেক সন্তান, যে তার জন্য দোয়া করে।”

(মুসলিম, হাদিস : ৪৩১০)

মানুষের জীবনের প্রকৃত সাফল্য মৃত্যুর পরও যেন তার আমল প্রবাহিত থাকে। তাই আমাদের উচিত—নেক আমল, দান, জ্ঞান বিতরণ ও কল্যাণকর কাজের মাধ্যমে এমন উত্তরাধিকার রেখে যাওয়া, যা আমাদের মৃত্যুর পরও সওয়াবের ধারা অব্যাহত রাখবে।

 এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ