বুধবার, ০৮ অক্টোবর ২০২৫ ।। ২৩ আশ্বিন ১৪৩২ ।। ১৬ রবিউস সানি ১৪৪৭

শিরোনাম :
বাংলাদেশ সফরে দ্বীনিয়াতের ভারতীয় মুরব্বি আলেমরা, দেখে নিন সফরসূচি কোরআন অবমাননা নিয়ে ৩২৫ বিশ্ববিদ্যালয় শিক্ষকের বিবৃতি স্থিতিশীলতা ও উন্নয়নে সাম্প্রদায়িক সম্প্রীতি অপরিহার্য: ধর্ম উপদেষ্টা মাদরাসায় ক্রিকেট চালুর ঘোষণা বিসিবির, মিশ্র প্রতিক্রিয়া প্রতারক চক্র সম্পর্কে গওহরডাঙ্গা বোর্ডের সতর্কবার্তা চাঁদাবাজির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলনের নেতার ওপর বিএনপি সন্ত্রাসীদের হামলা ফোন হ্যাক হলে বোঝার উপায় জামায়াত আমিরের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ গাজায় যুদ্ধ বন্ধের নিশ্চয়তা দিতে হবে: ইসরাইলকে হামাস গোসল ফরজ হলে যে ৫টি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ

গোসল ফরজ হলে যে ৫টি কাজ করা সম্পূর্ণ নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামে পবিত্রতা অর্জন করা একটি অপরিহার্য বিষয়। সহবাস (স্ত্রী-সহবাস), স্বপ্নদোষ, ইচ্ছাকৃত বীর্যপাত অথবা মহিলাদের হায়েজ (মাসিক) ও নেফাস (প্রসব পরবর্তী রক্তক্ষরণ)-এর পর গোসল করা ফরজ (বাধ্যতামূলক)। এই অবস্থায় যত দ্রুত সম্ভব গোসল করে পবিত্রতা অর্জন করতে হয়।

আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন: "সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।" (সূরা তাওবা: ১০৮)

গোসল ফরজ বা অপবিত্র অবস্থায় (জানাবাত) নারী-পুরুষ উভয়ের জন্য নিম্নোক্ত ৫টি কাজ সম্পূর্ণরূপে নিষিদ্ধ:

১. নামাজ আদায় করা

অপবিত্র অবস্থায় নামাজ আদায় করা বৈধ নয়। আল্লাহ তাআলা বলেন: "হে ইমানদাররা, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাত আদায় করো না, যতক্ষণ না পর্যন্ত বুঝতে পারো তোমরা কী বলছো। তাছাড়া বড় নাপাকি হয়ে গেলে গোসল না করে সালাত আদায় করো না।" (সূরা নিসা: ৪৩)

২. কুরআন স্পর্শ করা

পূর্ণ পবিত্রতা ছাড়া পবিত্র কুরআন স্পর্শ করা নিষেধ। আল্লাহ বলেন: "যারা সম্পূর্ণ পবিত্র তারা ছাড়া অন্য কেউ তা স্পর্শ করে না।" (সূরা ওয়াকিয়া: ৭৯)

৩. কুরআন তিলাওয়াত করা

ফরজ গোসল ওয়াজিব হলে কুরআন স্পর্শ করা বা তিলাওয়াত করা—কোনোটাই করা যায় না। হযরত আলী (রা.) থেকে বর্ণিত: "রাসুলুল্লাহ (সা.) সবসময় আমাদের কুরআন পড়াতেন, তবে যখন বড় নাপাকি অবস্থায় থাকতেন, তখন ছাড়া।" (তিরমিজি)

৪. মসজিদে অবস্থান করা

অপবিত্র অবস্থায় মসজিদে প্রবেশ করা বা অবস্থান করা নিষেধ। হযরত আয়েশা (রা.) বর্ণনা করেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, "হায়েজ নারী ও গোসল ফরজ এমন অপবিত্র ব্যক্তির জন্য মসজিদে যাওয়া বৈধ নয়।" (আবু দাউদ)

৫. কাবা শরীফ তাওয়াফ করা

তাওয়াফকে নামাজের মতোই পবিত্র বলে গণ্য করা হয়। তাই অপবিত্র অবস্থায় তাওয়াফ করা যায় না। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "আল্লাহর ঘর কাবা তাওয়াফ করা নামাজ আদায়ের সমান।" (নাসায়ী)

সুতরাং, গোসল ফরজ হলে নারী-পুরুষ উভয়েরই উচিত দ্রুত এসব কাজ থেকে বিরত থেকে আগে গোসল করে পবিত্র হওয়া, তারপর অন্যান্য ইবাদতে মনোযোগ দেওয়া।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ