বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫ ।। ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২ জিলহজ ১৪৪৬


কোরআন অবমাননা: হেফাজতের আলটিমেটামে নরসিংদীর সেই শিক্ষিকাকে ওএসডি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কোরআন অবমাননার অভিযোগ ওঠার পর নরসিংদী সরকারি কলেজের সহকারী অধ্যাপক নাদিরা ইয়াসমিনের অপসারণ দাবি করেছিল হেফাজতে ইসলাম। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই শিক্ষিকাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে।

সোমবার (২৬ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে ওএসডি করে সাতক্ষীরা সরকারি কলেজে সংযুক্ত করা হয়েছে।

এর আগে গতকাল রোববার বেলা ১১টায় জেলা হেফাজতে ইসলামের উদ্যোগে শহরের শিক্ষা চত্বরে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করেন।

পরে নেতারা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি দেন। হেফাজতে ইসলাম শিক্ষিকাকে অপসারণে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেন। দাবি আদায় নাহলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন হেফাজতে ইসলাম নরসিংদী জেলা শাখার উপদেষ্টা বশির উদ্দিন, সিনিয়র সহসভাপতি মুফতি রশিদ আহমেদ, মুফতি রবিউর ইসলাম, সহসভাপতি প্রিন্সিপাল আব্দুল নূর, সাধারণ সম্পাদক ইসমাইল নূরপুরী, দপ্তর সম্পাদক মুফতি নুরুল হুদা, নরসিংদী সরকারি কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিবুল হাসান, আহমেদ মিয়া ও নুরুল হুদা।

বক্তারা অভিযোগ করেন, নাদিরা ইয়াসমিন তার লেখার মাধ্যমে কোরআন ও ইসলাম ধর্মের অবমাননা করেছেন। এটা ইসলাম ধর্মের মানুষদের ক্ষুব্ধ করেছে। এসব মতবাদের মধ্য দিয়ে তিনি ‘মুরতাদ’ হয়ে গেছেন। তাকে ‘তওবা’ করতে হবে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ