শনিবার, ১২ জুলাই ২০২৫ ।। ২৮ আষাঢ় ১৪৩২ ।। ১৭ মহর্‌রম ১৪৪৭

শিরোনাম :
ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত ১৭ ফিলিস্তিনি খানকায়ে আহমদিয়ার ২৭তম আধ্যাত্মিক কোর্স সফলভাবে সম্পন্ন মিটফোর্ড হত্যাকাণ্ডে দুই এজাহারনামীয় আসামি গ্রেপ্তার: জানাল র‍্যাব তীব্র গরমে হাতে তৈরি এয়ার কুলারই ভরসা আফগান ট্যাক্সিচালকদের ‘নতুন করে কাউকে ফ্যাসিবাদী হতে দেবো না’ — রিফাত রশিদ প্রশাসনিক ব্যর্থতায় আইনশৃঙ্খলার চরম অবনতি : যুবদল সভাপতি জুলাই গণ-অভ্যুত্থানে যুব আলেম ও ওলামাদের আত্মত্যাগকে মূল্যায়ন করতে হবে আপনাদেরকে মানুষ পালানোর সুযোগও দেবে না, বিএনপিকে বৈষম্যবিরোধীর নেতা ক্ষমতার জন্য নয়, গণতন্ত্র উদ্ধারে পাগল হয়েছে বিএনপি: গয়েশ্বর নোয়াখালীতে বন্যা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও বাড়ছে দুর্ভোগ

সাড়ে ৭ হাজার কিলোমিটার সমুদ্র পাড়ি দিয়ে হজে ৫ ব্রিটিশ মুসলিম 


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

দুঃসাহসিক অভিযাত্রায় বের হয়েছেন পাঁচ ব্রিটিশ মুসলিম। যুক্তরাজ্য থেকে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে তারা এবারের হজব্রত পালন করছেন। ইতোমধ্যে তারা সৌদি আরবের কাছাকাছি পৌঁছে গেছেন এবং এবারের হজে তারা অংশ নিতে পারবেন বলে আশা করছেন। 

একসঙ্গে সমুদ্রপথে হজযাত্র শুরু করা যাত্রীরা ব্রিটিশ নাগরিকেরা হলেন, আব্দুল ওয়াহিদ, তাওসিফ আহমদ, জোডি ম্যাকইনটায়ার, ডব্বির উদ্দিন ও তাহের আখতার। পাঁচজনের এই দলটি চলতি বছরের ১ এপ্রিল ইংলিশ চ্যানেল থেকে যাত্রা শুরু করে। ইউরোপ ও উত্তর আফ্রিকার জলপথ পেরিয়ে তারা এখন লাল সাগরের পথে। যাত্রার প্রতিটি ধাপে বিভিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তারা।

দলের অন্যতম সদস্য আব্দুল ওয়াহিদ বলেন, প্রাচীন যুগের হজযাত্রা থেকে অনুপ্রাণিত হয়ে আমরা এই যাত্রার পরিকল্পনা করেছি। এতে বিভিন্ন ধরনের অভিজ্ঞতা হয়েছে আামাদের।

সমুদ্র পথের এই হজযাত্রায় তারা একটি চ্যারিটি মিশন চালু করেছেন। চ্যারিটির অধিনে তারা ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, উগান্ডা ও সিরীয় শরণার্থী ও এতিম শিশুদের জন্য অর্থ সংগ্রহ করেছেন।

তারা ১৯৭৮ সালের একটি নৌকায় চড়ে ইতোমধ্যে পেরিয়ে এসেছেন, ইংলিশ চ্যানেল, মার্সেই কর্সিকা, সারডিনিয়া ও সিসিলি দ্বীপ, সুয়েজ খাল। বর্তমানে অবস্থান করছেন মিশরের ইসমাইলিয়ায়।

সমুদ্রপথের যাত্রায় তাদের কখনো পড়তে হয়েছে খালের ব্লকেজে, কখনো নৌকা ফুটো হয়ে ডুবে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। তবুও তারা থেমে থাকেননি। 

ওয়াহিদ বলেন, আমরা কেউই আগে নৌকা চালাইনি। যাত্রা শুরুর আগে ছয় মাস প্রশিক্ষণ নিই, নৌকা চালানো শেখার জন্য এক সপ্তাহ সাগরে কাটিয়েছি । আলহামদুলিল্লাহ, এখন স্বপ্ন পূরণ করে আমরা প্রায় মক্কার দ্বারপ্রান্তে।

আগামী ৪ জুন থেকে হজের কার্যক্রম শুরু হচ্ছে। এর আগেই তারা মক্কা নগরীতে পৌঁছতে পারবেন বলে আশা করা করছেন।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ