মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫ ।। ২৪ অগ্রহায়ণ ১৪৩২ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৭


মিসরে কোরআন প্রতিযোগিতায় বিচারক পদে ড. ওয়ালীয়ুর রহমান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিসরের নতুন প্রশাসনিক রাজধানী নিউ কায়রোর গ্র্যান্ড মসজিদ মিলনায়তনে ৩২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতা  শনিবার (৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত।

বিশ্বমানের এই বার্ষিক প্রতিযোগিতাকে সফল ও সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য গঠিত হয়েছে আন্তর্জাতিক বিশেষজ্ঞ বিচারকমণ্ডলী, যেখানে স্থান পেয়েছেন বিশ্বের খ্যাতনামা হাফেজ, ক্বারী ও ইসলামি বিদ্বানরা।

বাংলাদেশ ও মিসরসহ মোট ৯ দেশের বিচারকরা এ প্রতিযোগিতায় দায়িত্ব পালন করছেন। মিসরের ধর্মমন্ত্রীর আমন্ত্রণ এবং বাংলাদেশের ধর্ম উপদেষ্টার মনোনয়নে বিচারকার্য পরিচালনা করছেন বাংলাদেশের স্বনামধন্য আলেম, ক্বারী ও গবেষক হাফেজ মাওলানা ড. ওয়ালীয়ুর রহমান খান।

বিশ্বের ৭০টি দেশের নির্বাচিত হাফেজ, ক্বারী ও মুফাসসিররা এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন।প্রতিযোগীদের তেলাওয়াতের মান, সুর, শুদ্ধ উচ্চারণ এবং ক্বিরাতের বিধিবিধান অনুসরণের সক্ষমতা মূল্যায়নে বিচারকমণ্ডলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বলে জানান বাংলাদেশের বিচারক ড. ওয়ালীয়ুর রহমান খান।

তিনি বলেন, ‘বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের অংশগ্রহণ প্রতিযোগিতার মানকে আরও আন্তর্জাতিক মানদণ্ডে উন্নত করেছে। এটি বিশ্ব মুসলিম সমাজে কোরআন শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে।’

এ সময় আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগীরা দীর্ঘদিন ধরে সুনাম অর্জন করে আসছেন বলে উল্লেখ করেন বাংলাদেশি বিচারক।

৩২তম আন্তর্জাতিক হিফজুল কুরআন ও তাফসির প্রতিযোগিতায় বিচারক হিসেবে মিসর ছাড়াও দায়িত্ব পালন করছেন-

১. ড. তৌফিক ইব্রাহিম আহমদ দ্বমরা- জর্ডান

২. ড. হুসেইন ইদ্রিস মুসা- চাদ

৩. ড. ওয়ালীয়ুর রহমান খান- বাংলাদেশ

৪. প্রফেসর ড. জিয়াদ আহমদ আব্দুল কাদির আল-হাজ্জ্ব- লেবানন

৫. শেখ ইসলাম কোঝিয়েভনিকোভ- রাশিয়া ফেডারেশন

৬. ড. মোহাম্মদ আহমদ বুয়ালফাল- মৌরিতানিয়া

৭. প্রফেসর ড. তাকিুদ্দীন আব্দুল বাসিত- ফিলিস্তিন

৮. শেখ মামাদু জাহ- সেনেগাল

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ